Accident

ঝড়ের জের! গাছ থেকে তোশক পাড়তে গিয়ে দোতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু এক জনের

মুম্বইয়ে মাঝেমাঝেই চলছে ঝোড়ো হাওয়া। সেই হাওয়ায় একটি তোশক উড়ে এসে পড়ে একটি গাছের মাথায়। সেই তোশক পাড়তে গিয়েই ঘটে গেল বিপত্তি। পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ১২:০৩
Share:

— প্রতীকী ছবি।

সাইক্লোন বিপর্যয়ের জেরে মহারাষ্ট্র তথা মুম্বইয়ে চলছে ঝড়বৃষ্টি। অনেক সময়ই দমকা হওয়ায় উড়ে যাচ্ছে বাড়ির চালও। এই ঝড়ের জেরেই এ বার ঘটে গেল অঘটন। গাছে আটকে থাকা তোশক পাড়তে গিয়ে বারান্দা থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ৩৫ বছর বয়সি ওই ব্যক্তি পরিবারের সঙ্গে থাকতেন মুম্বই শহরতলির সান্তাক্রুজ এলাকায়। ‘হনুমন্ত বিজয়’ নামে বিল্ডিংয়ের বাসিন্দা ওই ব্যক্তির নাম বিজয় গুপ্ত। স্থানীয় ভাকোলা থানার পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরের পর বিজয় লক্ষ্য করেন বাড়ির পাশের গাছে আটকে রয়েছে একটি আস্ত তোশক। দোতলার বারান্দায় দাঁড়িয়ে বিজয় বাঁশ দিয়ে ওই তোশক পাড়ার চেষ্টা করছিলেন। তা করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দা থেকে সোজা নীচে পড়ে যান তিনি। তড়িঘড়ি বিজয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঝোড়ো হাওয়ায় কোনও ভাবে ওই তোশক উড়ে এসে পড়েছিল গাছের মাথায়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, সেই তোশকই গাছ থেকে পাড়ার চেষ্টা করছিলেন বিজয়। তখনই ঘটে যায় অঘটন। ওই প্রত্যক্ষদর্শীর আরও দাবি, বিজয়ের পরিজনেরা বার বার তাঁকে এ কাজ করতে বারণ করেছিলেন। কিন্তু ভ্রুক্ষেপ করেননি বিজয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement