Viral video

Viral: বিয়ের আনন্দে টাকা ওড়াচ্ছে পাত্রপক্ষ, জাল-বন্দি করে নেটাগরিকদের কুর্নিশ পেলেন ইনি

ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ২০:৩৫
Share:

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

বিয়ে করতে যাওয়ার সময় পাত্রপক্ষের গাড়ি থেকে টাকা ওড়ানো হচ্ছিল। সেই টাকা নেওয়ার জন্য ভিড় জমে যায়। টাকা কুড়ানোর জম্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।

Advertisement

সবাই যখন টাকা কুড়োতে ব্যস্ত, এক ব্যক্তিকে দেখা গেল সেই টাকা অন্য ভাবে সংগ্রহ করতে। টাকা কুড়ানো নয়, তিনি মাছ ধরার হাত জাল নিয়ে এসেছিলেন। টাকা যখন ওড়ানো হচ্ছিল শূন্যেই সেগুলো জালবন্দি করছিলেন। ফলে মাটিতে কুড়ানোর চেয়ে বেশি টাকাই সেই জালে বন্দি করেছেন তিনি।

ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। নেটাগরিকরা মজার মজার কমেন্টও করেছেন। কেউ বলেছেন, ‘অপূর্ব টেকনিক।’ কেউ আবার বলেছেন, ‘এই প্রতিভা যেন দেশের বাইরে না যায়!’ ভিডিয়োটি ইতিমধ্যেই এক লাখেরও বেশি লোক দেখেছেন। শানু খান নামে এক ব্যক্তি ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement