Mangoes

প্রতিবেশীর বাগানে ঢুকে আম পাড়ছিলেন, চুরির অভিযোগে বেধড়ক মারে মৃত্যু যুবকের!

গ্রামের মোড়ল এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রক্তাক্ত এবং সংজ্ঞাহীন অবস্থায় সূরজকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

কোটা শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ১৬:৪০
Share:

আমের জন্য প্রাণ গেল এক যুবকের। রাজস্থানের কোটার ঘটনা। —প্রতীকী চিত্র।

প্রতিবেশীর বাগানে ঢুকে আম চুরির অভিযোগে এক যুবককে বেধড়ক মারধরের ঘটনা ঘটল রাজস্থানের কোটায়। মারের চোটে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সামান্য আমের জন্য যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে অজ্ঞাতপরিচয় কয়েক জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সূরজ করণ মীনা। বৃহস্পতিবার দুপুরে নন্দলাল বৈরার বাগানে ঢোকেন তিনি। অভিযোগ, কাউকে না বলে গাছ থেকে আম পাড়ছিলেন। সেই সময় তাঁকে ঘিরে ধরেন বাগানের মালিক এবং তাঁর পরিবারের কয়েক জন। শুরু হয় কথা কাটাকাটি। বচসা গড়ায় হাতহাতিতে। সূরজকে মাঠে ফেলে লাঠিপেটা শুরু করেন স্থানীয়রা। মারের চোটে অজ্ঞান হয়ে যান তিনি।

পরে ৫-৬ জন ব্যক্তি সূরজকে মোটর সাইকেলে করে একটু দূরে নিয়ে গিয়ে আবার মারধর করেন বলে অভিযোগ।

Advertisement

পরে গ্রামের মোড়ল এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রক্তাক্ত এবং সংজ্ঞাহীন অবস্থায় সূরজকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শুক্রবার সকালে চিকিৎসকেরা সূরজকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে ঠিক কী ভাবে সূরজের মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার করে বলা যাবে না। ময়নাতদন্তের রিপোর্ট এলে এ নিয়ে বিশদে বলা যাবে। তবে ওই ঘটনায় বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement