Crime in UP

চার মাসের শিশুকন্যাকে হেনস্থার অভিযোগ উত্তরপ্রদেশে, গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে খবর, শিশু এবং অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা। শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

লখনউ শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৫:৫২
Share:

—প্রতীকী চিত্র।

চার মাসের শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগ উঠল ২৭ বছরের এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে শনিবার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার সন্দীপন থানা এলাকার অন্তর্গত একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। শিশু এবং অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা।

সার্কল অফিসার যোগেন্দ্রকৃষ্ণ নারায়ণ জানিয়েছেন, শিশুটির বাড়িতে গিয়েছিলেন ওই যুবক। শিশুকন্যার সঙ্গে খেলবেন বলে তাকে সঙ্গে নিয়ে তার বাড়ি থেকে বেরোন অভিযুক্ত। তার পর শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

Advertisement

শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। চিকিৎসার জন্য শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উত্তরপ্রদেশে নারী নির্যাতনের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। হাথরস, উন্নাওয়ের মতো ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দেশে। শিশু এবং নারীদের সুরক্ষা নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়ে যোগী আদিত্যনাথের সরকার। এই আবহে আবার সে রাজ্যে এমন অভিযোগ উঠল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement