bomb

Lunchbox Bomb: ‘লাঞ্চবক্স’ বোমা ফেটে মৃত্যু বাবা-ছেলের!

পুলিশ সূত্রে খবর, ফজল এবং তাঁর ছেলে শহিদুল কান্নুরে বাতিল লোহা-লক্করের কুড়ানোর কাজ করতেন। অসমের বাসিন্দা তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ২২:২৬
Share:

শহিদুল এবং তাঁর বাবা ফজল।

টিফিন বাক্স ভেবে স্টিল বোমা কুড়িয়ে নিয়েছিলেন এক ব্যক্তি ও তাঁর ছেলে। সেই বোমা ফেটে মৃত্যু হল ফজল হক নামে ওই ব্যক্তির। বিস্ফোরণে হাত উড়ে যায় তাঁর ছেলে শহিদুলের। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হত তাঁরও। ঘটনাটি কেরলের কান্নুরের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ফজল এবং তাঁর ছেলে শহিদুল কান্নুরে বাতিল লোহা-লক্কড় কুড়ানোর কাজ করতেন। সেখানে একটি ভাড়া বাড়িতে কয়েক জনের সঙ্গে ফজল এবং তাঁর ছেলে থাকতেন। বৃহস্পতিবার লোহা-লক্কড় কুড়োতে বেরোন বাবা-ছেলে। এক জায়গায় একটি টিফিনবাক্স পড়ে থাকতে দেখেন। সেটা কুড়িয়ে নেন তাঁরা।

এর পরই টিফিনবাক্সটি ফজল খুলতেই জোরালো বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফজলের। গুরুতর জখন অবস্থায় শহিদুলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অসমের বাসিন্দা ফজল এবং তাঁর ছেলে। কর্মসূত্রে কেরলে এসেছিলেন।

Advertisement

তবে এই বোমা কোথা থেকে এল, কারা ফেলে গেল তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement