Rape

ভাইঝিকে ২৪ দিন আটকে রেখে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত যুবক

চন্দনজিরা থানার ইনস্পেক্টর শ্যামসুন্দর কুঠালে জানান, গত ১৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল বছর সতেরোর মেয়েটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৪
Share:

প্রতীকী ছবি।

ভাইঝিকে আটকে রেখে ২৪ দিন ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনায়। বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার। খবর পেয়েই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে।

Advertisement

চন্দনজিরা থানার ইনস্পেক্টর শ্যামসুন্দর কুঠালে জানান, গত ১৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল বছর সতেরোর মেয়েটি। তার খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্র মারফত পুলিশ খবর পায়, পাশের জেলা বুলধানার মেহকর এলাকার এক গ্রামে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে মেয়েটিকে।

খবর পেয়েই পুলিশের একটি দল ওই গ্রামে পৌঁছয়। পুলিশের উপস্থিতি টের পেয়েই মেয়েটিকে সেখান থেকে নিয়ে চম্পট দেন অভিযুক্ত। গ্রেফতারি এড়াতে ওই যুবক ভাইঝিকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন বলে জানিয়েছেন ইনস্পেক্টর শ্যামসুন্দর। ওই ব্যক্তির অবস্থানের উপর নজর রাখছিল পুলিশ। শনিবার অওরঙ্গাবাদের একটি বাস স্টপ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে মেয়েটিকেও।

Advertisement

আরও পড়ুন: শুধু চিনেই ৮০০! মৃত্যুর সংখ্যায় সার্স-কে পিছনে ফেলল করোনা

আরও পড়ুন: ‘এগজিট পোল একজ্যাক্ট নয়’, সমীক্ষার ফল উড়িয়ে দাবি বিজেপির

মেয়েটি পুলিশকে জানিয়েছে, একটি বাড়িতে আটকে রেখে প্রতি দিন ধর্ষণ করত কাকা। সে আরও জানিয়েছে, কাকা বাড়ির বাইরে গেলে তাকে বাইরে থেকে তালা দিয়ে যেত। কোন কোন জায়গায় মেয়েটিকে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত, অন্য কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কি না ইত্যাদি বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement