Crime News

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে কোপালেন যুবক! গুরুতর জখম নিজেও, ভর্তি হাসপাতালে

স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় বাপের বাড়িতে চলে গিয়েছিলেন মহিলা। সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আক্রমণ করেন অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৫:৪৪
Share:

মধ্যপ্রদেশে নিজের পাঁচ বছর এবং তিন বছর বয়সি সন্তানদের কুপিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। —প্রতীকী চিত্র।

নিজের দুই সন্তানকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে ওই দু’জনকে কুপিয়েছেন তিনি। আঘাত করেছেন স্ত্রীকেও। নিজেও ওই অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুস্থ হয়ে উঠলে যুবককে গ্রেফতার করবে পুলিশ।

Advertisement

ঘটনাটি মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার চিচামোলি ফলিয়া গ্রামের। অভিযুক্তের নাম সঞ্জয় সিংহ। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। এক সপ্তাহ আগে তাঁর সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়েছিল। স্বামীর উপর রাগ করে দুই সন্তানকে নিয়ে মহিলা মধ্যপ্রদেশের গ্রামে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁদের আক্রমণ করেন যুবক।

ওই দম্পতির তিন বছর বয়সি এক কন্যা এবং পাঁচ বছর বয়সি এক পুত্র ছিল। বাবার অস্ত্রের আঘাতে তাদের দু’জনের মৃত্যু হয়েছে। স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন যুবক। তার পর নিজেই তিনি নিজেকে কোপানোর চেষ্টা করেন, জানিয়েছে পুলিশ। তাঁকে এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। আপাতত তাঁরা দু’জনেই চিকিৎসাধীন। তাঁদের দুই সন্তানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

বারলা থানার আইসি সৌরভ বাথাম জানিয়েছেন, স্ত্রী এবং সন্তানদের ফেরাতেই স্ত্রীর বাপের বাড়িতে গিয়েছিলেন যুবক। শনিবার সেখানে আবার দম্পতির মধ্যে বচসা শুরু হয়। এর পরেই রাগের মাথায় স্ত্রী এবং সন্তানদের খুন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। দুই শিশুর মৃত্যু হলেও নিজে মরতে পারেননি। আপাতত যুবক কথা বলার মতো পরিস্থিতিতে নেই। শারীরিক ভাবে স্থিতিশীল হলে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement