muder

Murder: একসঙ্গে মদ্যপান, খাবার দিতে নারাজ স্ত্রীকে খুন করে রাতভর দেহের পাশে ঘুমোলেন স্বামী!

বিনোদের কাছে থেকে নগদ ৪৩ হাজার টাকা, দু’টি মদের বোতল এবং যে বালিশ দিয়ে স্ত্রীকে খুন করেছেন সেটি উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১৬:২৭
Share:

স্ত্রীকে খুন করে টাকা নিয়ে চম্পট স্বামীর। প্রতীকী ছবি।

একসঙ্গে বসে মদ্যপান করেছিলেন দম্পতি। মদ্যপান শেষে স্ত্রীকে খাবার দিতে বলেন স্বামী। খাবার দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়। এর পরই স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ। শুধু তাই-ই নয়, স্ত্রীর দেহের পাশে রাতভর ঘুমিয়ে ছিলেন অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির সুলতানপুরে।

Advertisement

অভিযুক্তের নাম বিনোদ কুমার দুবে। তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সওয়া ৯টা নাগাদ একটি ফোন আসে তাদের কাছে। বলা হয়, সুলতানপুরে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে খুন করেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। কিন্তু অভিযুক্তের কোনও হদিস পায়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে বিনোদের ফোন নম্বর জানতে পারে পুলিশ। তার পর তাঁর মোবাইলের অবস্থান চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ।

দিল্লির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) পবন কুমার জানিয়েছেন, বিনোদের কাছ থেকে নগদ ৪৩ হাজার টাকা, দু’টি মদের বোতল এবং যে বালিশ দিয়ে স্ত্রীকে খুন করেছেন সেটি উদ্ধার করা হয়েছে। জেরায় বিনোদ পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে স্ত্রী সোনালির সঙ্গে মদ্যপান করেন। তার পর সোনালির কাছে খাবার চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। তার পরই সোনালিকে বালিশ চাপা দিয়ে খুন করে রাতভর তাঁর দেহের পাশেই শুয়ে ছিলেন। পর দিন সকালে ঘোর কাটতেই ঘরে রাখা নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement