Gurugram

বাইকে উঠতে রাজি না হওয়ায় মহিলাকে হেলমেট দিয়ে বেধড়ক মার! গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম কমল। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মহিলা গুরুতর জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১১:৩১
Share:

সিসিটিভি ফুটেজে মহিলাকে মারধরের ঘটনা ধরা পড়েছে। ছবি: টুইটার।

তাঁর বাইকে উঠতে বলেছিলেন, কিন্তু রাজি না হওয়ায় এক মহিলাকে হেলমেট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। হরিয়ানার গুরুগ্রামের ঘটনা। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়ানো একটি অটোর সামনে বাইক নিয়ে এসে দাঁড়িয়েছেন এক ব্যক্তি। অটোয় বসা এক মহিলার সঙ্গে কথা বলছেন। কিছু ক্ষণ কথা বলার পর মহিলা অটো থেকে রাস্তায় নেমে আসেন। তার পরই বাইকচালক দ্রুত গতিতে অটোর পিছনে বাইকটিকে দাঁড় করিয়ে মহিলার দিকে এগিয়ে যান। সেখানেও দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। আচমকাই মাথা থেকে হেলমেট খুলে মহিলাকে মাথা, মুখ লক্ষ্য করে হেলমেট দিয়ে আঘাত করতে শুরু করেন ওই ব্যক্তি। এই ঘটনা দেখে অটোচালক মহিলাকে বাঁচাতে যান। অভিযোগ, তাঁকেও মারধর করেন ওই ব্যক্তি।

রাস্তায় চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের বাড়ি থেকে লোকেরা বেরিয়ে আসেন। তার পর দু’পক্ষকে থামানোর চেষ্টা করতে দেখা যায়। সংবাদ সংস্থা এএনআই-কে গুরুগ্রামের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) মনোজ কে বলেন, “এক মহিলাকে হেলমেট দিয়ে মারধরের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। মহিলা ওই ব্যক্তির বাইকে চাপতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।”

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম কমল। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মহিলা গুরুতর জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement