—ফাইল চিত্র।
তৃণমূল নেত্রীর ডাকে ব্রিগেডে এসে আগাগোড়া তামিলে বক্তৃতা করেছিলেন এম কে স্ট্যালিন। এ বার স্ট্যালিনের আমন্ত্রণে তাঁদের মঞ্চে এসে বাংলা শব্দ শেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়!
ডিএমকে-র যুব সংগঠনের দায়িত্বে এখন স্ট্যালিন-পুত্র উদয়নিধি স্ট্যালিন। তিনিই দলীয় মুখপত্রের নামে অছি পরিষদের ম্যানেজিং ডিরেক্টর। রয়াপেট্টায় বুধবার করুণানিধির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভার মঞ্চে মমতা বলেন, ‘স্ট্যালিন চালাক লোক! ওর ছেলের নাম দিয়েছে উদয়। বাংলায় উদয় মানে ‘রাইজ’। উদয়ের উদয় তো হবেই!’’ লিখে আনা কয়েক লাইন তামিলও এ দিন পড়ে দিয়ছেন মমতা। প্রতিশ্রুতি দিয়েছেন, ‘‘আরও বেশি করে তামিলনাড়ু আসব। কথা দিচ্ছি, তখন আরও ভাল তামিল শিখে নেব!’’