Mamata Banerjee

সুভাষচন্দ্রের মূর্তি: দিল্লির আমন্ত্রণ নিয়ে ক্ষুব্ধ মমতা

মমতা বলেন, ‘‘পরশু আমাকে একটা চিটি দিয়েছেন একজন আন্ডার সেক্রেটারি। প্রধানমন্ত্রী সাতটায় উদ্বোধন করবে, তোমাকে ৬ টায় থাকতে বলছে। আমি যেন চাকরবাকর, ক্রীতদাস।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩৮
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।

দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পদ্ধতি নিয়ে প্রকাশ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই বৃহস্পতিবার কলকাতায় রেড রোডে নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এ নিয়ে রাজ্য সরকারের তরফেও অসন্তোষের কথা কেন্দ্রকে জানানো হয়েছে।

Advertisement

দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা উদ্বোধনের পাশাপাশি এ দিন সাড়ম্বরে নেতাজি মূর্তি উন্মোচনের আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার। হলোগ্রামের জায়গায় গ্রানাইটের তৈরি ২৮ ফুটের মূর্তিটি প্রধানমন্ত্রী সেই মূর্তি উন্মোচন করবেন জানিয়ে অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভায় মমতা বলেন, ‘‘পরশু আমাকে একটা চিটি দিয়েছেন একজন আন্ডার সেক্রেটারি। প্রধানমন্ত্রী সাতটায় উদ্বোধন করবে, তোমাকে ৬ টায় থাকতে বলছে। আমি যেন চাকরবাকর, ক্রীতদাস।’’ এই প্রসঙ্গে নিজের অসন্তোষ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আন্ডার সেক্রেটারি লিখতে পারে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এত বড় হয়ে গেল! দিল্লির প্রোগ্রাম বাংলায় করে দিলাম।’’ এ দিন টুইট করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘নেতাজি আমাদের অন্তরে আছেন। তিনি আমাদের প্রতিদিনের প্রেরণা।’

মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে অবশ্য শিশুসুলভ বলে উল্লেখ করেছেন বিজেপির মুখপাত্র অমিত মালব্য। তাঁর টুইট, ‘নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে মমতা কিছুই করেননি। প্রধানমন্ত্রী যখন ঐতিহাসিক পদক্ষেপ করছেন তখন এইরকম আচরণ করছেন।’ তৃণমূল নেতা সাকেত গোখলের পাল্টা টুইট, ‘প্রধানমন্ত্রী কী করেছেন? এই অনুষ্ঠানে নেতাজির পরিবারের কাউকে আমন্ত্রণ জানিয়েছেন? নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণা করেছেন?’

Advertisement

ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাৎ না হওয়ার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, ‘‘হাসিনাজির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল।’’ তারপরই তিনি বলেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন আর সেখানে বাংলা বাদ!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement