মাল্যকে ফেরাতে জেলের ভিডিয়ো পেশ সিবিআইয়ের

এক পদস্থ কর্তা বলেন, ‘‘ভারতের জেলগুলির কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন, আদালত তা জানতে চেয়েছিল। আমরা তার প্রমাণ দিয়েছি। জেলে চিকিৎসার সুবিধাও রয়েছে। এমনকি যে ব্যারাকে মাল্যকে রাখা হবে, সেটিও পূর্বমুখী। ফলে সেখানে প্রচুর সূর্যের আলো আসে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ০৩:৪৪
Share:

ছবি: এএফপি।

ভারতের জেলগুলি বসবাসের অযোগ্য বলে অভিযোগ করেছিলেন ফেরার ঋণখেলাপি বিজয় মাল্য। সেখানে আলো-বাতাস খেলে না বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু তাঁকে ব্রিটেন থেকে দেশে ফেরাতে মরিয়া সিবিআই। দেশে নিয়ে আসা সম্ভব হলে মুম্বইয়ের আর্থার রোড জেলে রাখা হবে মাল্যকে। সেই কারণে লন্ডনের কোর্টে ৬-৮ মিনিটের একটি ভিডিয়ো পেশ করেছে সিবিআই। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাকের যে সেলে মাল্যকে রাখা হবে, সেখানে রয়েছে একটি টিভি। রয়েছে বিছানা, পৃথক শৌচাগার। পর্যাপ্ত সূর্যের
আলো আসে, এ রকম একটি ঘুরে বেড়ানোর জায়গা।

Advertisement

গ্রেফতার হওয়ার পরে ভারতের জেলগুলি নিয়ে অব্যবস্থার অভিযোগ তুলেছিলেন মাল্য। সেই কারণে লন্ডনের আদালতের বিচারক আর্থার রোড জেলের ভিডিয়ো দেখতে চেয়েছিলেন। তাই এই ভিডিয়োটি বানানো হয়। এক পদস্থ কর্তা বলেন, ‘‘ভারতের জেলগুলির কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন, আদালত তা জানতে চেয়েছিল। আমরা তার প্রমাণ দিয়েছি। জেলে চিকিৎসার সুবিধাও রয়েছে। এমনকি যে ব্যারাকে মাল্যকে রাখা হবে, সেটিও পূর্বমুখী। ফলে সেখানে প্রচুর সূর্যের আলো আসে।’’

ওই কর্তার আরও দাবি, জেলের সুরক্ষাও আন্তর্জাতিক মানের। আদালতকে তা জানানোও হয়েছে। সেলে সব সময় সিসিটিভি চালু থাকে। ব্যারাকের ভিতরে এবং বাইরে অতিরিক্ত রক্ষীও রাখা হয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকও জেলের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে কোর্টকে রিপোর্ট দিয়েছে। মাল্যর প্রত্যর্পণের মামলাটির পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement