Malaria

কেরলে নতুন ম্যালেরিয়ার প্রকোপ, জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

সুদান ফেরত এত সেনার শরীরে এই ভাইরাস দেখা দিয়েছে। কুন্নুরের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ১৫:২৭
Share:

আক্রান্ত সেনাকর্মী সুদান থেকে ফিরেছিলেন। ছবি: পিটিআই

করোনার প্রকোপ তো আছেই, তার উপর নতুন করে ম্যালেরিয়ার প্রকোপ শুরু হয়েছে দক্ষিণের রাজ্য কেরলে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, ‘প্লাজমোডিয়াম ওভালে’ নামে নতুন এক প্রকার ম্যালেরিয়ার জিন কেরলে দৌরাত্ম শুরু করেছে।

Advertisement

সুদান ফেরত এত সেনার শরীরে এই ভাইরাস দেখা দিয়েছে। কুন্নুরের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি।

টুইটারে শৈলজা লিখেছেন, ‘প্লাসমোডিয়াম ওভালে নামে ম্যালেরিয়ার নতুন একপ্রকার জিনের সন্ধান পাওয়া গিয়েছে রাজ্যে। কুন্নুর হাসপাতালে এই রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা চলছে। উনি সুদান থেকে ফিরেছিলেন’।

Advertisement

তিনি মনে করেন, এই রোগের প্রকোপ থেকে বাঁচতে আগে থাকতে সতর্ক থাকতে হবে ও যথেষ্ট ব্যবস্থা নিতে হবে। না হলে রোগ ছড়িয়ে পড়তে পারে।

করোনার ক্ষেত্রেও প্রথম আক্রান্ত হয়েছিল কেরলই। কেরলের ত্রিচুর জেলায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওযা যায়, ওই আক্রান্ত চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তিনি ছুটিতে ভারতে ফিরেছিলেন। তার আগে, ২০১৮ সালে নিপাহ ভাইরাস কোঝিকোড়েতে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: রাতের দিল্লিতে অভিষেকের বাড়ির দেওয়ালে কালি, বাংলায় স্লোগান

আরও পড়ুন: সংক্রমণ কমে ২৯ হাজার, করোনার কোপে দেশে ২৪ ঘণ্টায় মৃত ৪১৪

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement