Fire

রাত থেকে জ্বলছে তেলঙ্গানার বিদ্যুৎকেন্দ্র, আটকে অন্তত ৯ জন

তেলেঙ্কনা প্রশাসন সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে শ্রীশৈলম বিদ্যুৎকেন্দ্রে। সে সময় বিদ্যুৎকেন্দ্রে অন্তত ২৫ জন ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ১০:২৯
Share:

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড। ছবি: টুইটার থেকে

ভয়াবহ আগুনের গ্রাসে তেলঙ্গনার শ্রীশৈলম জলবিদ্যুৎকেন্দ্রের একটি অংশ। বৃহস্পতিবার রাত থেকে ওই আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। দুর্ঘটনার সময় ওই বিদ্যুৎকেন্দ্রের বেশ কয়েক জন কর্মী কাজ করছিলেন। তাঁদের কয়েক জনকে ইতিমধ্যেই উদ্ধার করা গিয়েছে। কিন্তু আরও অন্তত ৯ জন কর্মীর খোঁজ মিলছে না। আশঙ্কা করা হচ্ছে, তাঁরা সকলেই ওই আগুনের মধ্যে আটকে পড়েছেন।তাঁদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

Advertisement

তেলঙ্গনা প্রশাসন সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে শ্রীশৈলম বিদ্যুৎকেন্দ্রে। ওই বিদ্যুৎকেন্দ্রটি অন্ধ্রপ্রদেশের সীমানাবর্তী এলাকায় অবস্থিত। জানা গিয়েছে, ওই সময় বিদ্যুৎকেন্দ্রে অন্তত ২৫ জন ছিলেন। দুর্ঘটনার জেরে তাঁরা আটকে পড়েন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। আটকে পড়া কর্মীদের কয়েক জনকে উদ্ধার করা হয়। তবে এখনও কয়েক জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। তাঁদের বাইরে আনার চেষ্টা চালাচ্ছেন এনডিআরএফ কর্মীরা। তাঁদের সাহায্য করছেন কুর্নুল জেলার আত্মাকুর স্টেশনের দমকলকর্মীরা।

দমকলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগেছে। কেন্দ্রটির ভূগর্ভস্থ ৪ নম্বর ইউনিটে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তেলঙ্গনা এবং অন্ধ্রপ্রদেশ সীমান্তে কৃষ্ণা নদীর উপর শ্রীশৈলম বাঁধ। তার উপরেই গড়ে উঠেছে জলবিদ্যুৎকেন্দ্র। সেখানে দৈনন্দিন কাজ করছিলেন তেলঙ্গানা স্টেট পাওয়ার কর্পোরেশনের কর্মীরা। ঠিক সেই সময়েই ওই অগ্নিকাণ্ড ঘটে বলে তেলঙ্গানা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ওই বিদ্যুৎকেন্দ্রটিতে ছ’টির বেশি পাওয়ার জেনারেটর রয়েছে।

Advertisement

আরও পড়ুন: রাশিয়ার পথেই ভারত? ট্রায়ালের আগেই দেওয়া হতে পারে টিকায় ছাড়পত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement