প্রশাসনে বড় বদল

অর্থ মন্ত্রক থেকে সরিয়ে গর্গকে বিদ্যুৎসচিবের পদে পাঠানো হচ্ছে। বর্তমান বিদ্যুৎসচিব অজয় কুমার ভাল্লাকে স্বরাষ্ট্র মন্ত্রকে ওএসডি হিসেবে নিয়োগ করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ০২:০৪
Share:

কেন্দ্রীয় অর্থসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুভাষচন্দ্র গর্গকে। ছবি: সংগৃহীত।

দ্বিতীয় মোদী সরকারের আমলে প্রথম বার আমলাতন্ত্রে বড় রদবদল হল। কেন্দ্রীয় অর্থসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুভাষচন্দ্র গর্গকে । সাধারণত অর্থ মন্ত্রকের পাঁচ দফতরের সচিবদের মধ্যে প্রবীণতম আমলাই অর্থসচিব হন। সেই হিসেবে আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমার বা রাজস্বসচিব অজয়ভূষণ পাণ্ডের মধ্যে কোনও একজন অর্থসচিব হতে পারেন। গর্গ নিজে আর্থিক বিষয়ক দফতরের দায়িত্বে ছিলেন। ওই পদে আসছেন গুজরাত ক্যাডারের বাঙালি আমলা অতনু চক্রবর্তী। তিনি এতদিন বিলগ্নিকরণ দফতরের সচিব ছিলেন।

Advertisement

অর্থ মন্ত্রক থেকে সরিয়ে গর্গকে বিদ্যুৎসচিবের পদে পাঠানো হচ্ছে। বর্তমান বিদ্যুৎসচিব অজয় কুমার ভাল্লাকে স্বরাষ্ট্র মন্ত্রকে ওএসডি হিসেবে নিয়োগ করা হচ্ছে। যা থেকে স্পষ্ট, বর্তমান স্বরাষ্ট্রসচিব রাজীব গউবা ৩১ অগস্ট অবসর নিলে ভাল্লা-ই নতুন স্বরাষ্ট্রসচিব হবেন। পশ্চিমবঙ্গ ক্যাডারের আমলা আর এস শুক্লকে কেন্দ্রে সংসদীয় সচিব পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। তিনি এখন রাজ্যের উচ্চশিক্ষা দফতর ও পরিষদীয় সচিব। এয়ারপোর্ট অথরিটি-র চেয়ারম্যান গুরুপ্রসাদ মহাপাত্র বাণিজ্য মন্ত্রকের শিল্পোন্নয়ন দফতরের নতুন সচিব হবেন।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement