train

Rail: বন্ধ থাকবে মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেস, কবে থেকে?

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে সাত দিনের জন্য বন্ধ থাকবে মৈত্রী, মিতালি এবং বন্ধন এক্সপ্রেস। ইদ উদ্‌যাপনের জন্য এই সিদ্ধান্ত।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৬:১৭
Share:

ফাইল চিত্র।

আগামী মাসে সাত দিনের জন্য সাময়িক ভাবে বন্ধ থাকছে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল। চাকা গড়াবে না মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেসের। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে আগামী সাত জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রস ও কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস।

Advertisement

আগামী ছয় জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে নিউ জলপাইগুড়ি-ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস। বাংলাদেশে ইদ উদ্‌যাপনের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement