Mahatma Gandhi's Grandson

মহাত্মা গান্ধীর নাতি অরুণ গান্ধী প্রয়াত, সামাজিক আন্দোলনকর্মীর বয়স হয়েছিল ৮৯

মহাত্মা এবং কস্তুরবা গান্ধীর চার সন্তান। তাঁদের মধ্যে দ্বিতীয় পুত্র মনিলাল গান্ধীর সন্তান অরুণ। তাঁর আরও দুই সহোদরা রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০২৩ ১৫:০৬
Share:

রাত পর্যন্ত লেখালিখির কাজ করছিলেন অরুণ। ফাইল চিত্র

প্রয়াত হলেন গান্ধীজির নাতি অরুণ গান্ধী। অরুণ জাতির জনক মহাত্মা গান্ধীর দ্বিতীয় সন্তানের পুত্র। পেশায় লেখক ছিলেন। আবার বহু রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের সঙ্গেও সক্রিয় ভাবে জড়িত ছিলেন তিনি। ছেলেবেলায় বেশ কিছু বছর গান্ধীজির সান্নিধ্য পেয়েছিলেন তিনি। দাদুর পথেই নিজের আদর্শ বেঁধেছিলেন। গত মার্চ আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই অসুস্থতার জেরেই মৃত্যু। অরুণের বয়স হয়েছিল ৮৯ বছর।

Advertisement

মহাত্মা এবং কস্তুরবা গান্ধীর চার সন্তান। তাঁদের মধ্যে দ্বিতীয় পুত্র মনিলাল গান্ধীর সন্তান অরুণ। তাঁর আরও দুই সহোদরা রয়েছেন। তাঁদের মধ্যে কনিষ্ঠ কন্যা এলা দক্ষিণ আফ্রিকার শান্তি আন্দোলন কর্মী। প্রাক্তন রাজনীতিবিদও। অরুণেরও দক্ষিণ আফ্রিকা এবং আমেরিকার নাগরিকত্ব রয়েছে।

মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের কোলাপুরে অবনী সংস্থা নামে একটি অসরকারি সংগঠনে নিজের ঘরে মৃত্যু হয় তাঁর। সংস্থাটির প্রধান অনুরাধা ভোঁসলে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাত পর্যন্ত লেখালিখির কাজ করছিলেন অরুণ। সকালে তাঁর শয্যায় মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement