ফাইল ছবি।
মহারাষ্ট্রের সব নাগরিককেই বিনামূল্যে কোভিড টিকা দেওয়া হবে। পর পর ৪ দিন ধরে ভারতে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষের বেশি হওয়ার প্রেক্ষিতে রাজ্যের সব নাগরিককেই বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী নবাব মালিক রবিবার এ কথা জানিয়েছেন। গত এক সপ্তাহে মহারাষ্ট্রে দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল গড়ে ৬০ হাজারের কিছু বেশি।
নবাব বলেছেন, ‘‘রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সব নাগরিককেই যাতে যত শীঘ্র সম্ভব বিনামূল্যে কোভিড টিকা দেওয়া যায় তার জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক দরপত্র (‘টেন্ডার’) ডাকা হয়েছে।’’
এর আগে মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছিল ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সব বয়সিদেরই কোভিড টিকা দেওয়ার কাজ শুরু হবে জরুরি ভিত্তিতে।