Rape

মহারাষ্ট্রে ন্যায়মন্ত্রীর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, দাবি পদত্যাগের

মুন্ডের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ জানিয়েছেন ওই গায়িকা। প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগও করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১৪:৪২
Share:

ধনঞ্জয় মুন্ডে। —ফাইল চিত্র।

মহারাষ্ট্রে সামাজিক ন্যায় বিভাগের মন্ত্রীর বিরুদ্ধেই এ বার ধর্ষণের অভিযোগ। ২০০৬ সাল থেকে এনসিপি নেতা এবং মন্ত্রী ধনঞ্জয় মুন্ডে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ এনেছেন ৩৭ বছরের এক গায়িকা। এই অভিযোগ ঘিরেই উথালপাথাল মরাঠা রাজনীতি। অভিযুক্ত মন্ত্রীকে অবিলম্বে ইস্তফা দিতে হবে বলে দাবি তুলেছে বিজেপি। তবে অভিযোগ গুরুতর হলেও বিষয়টি তদন্তসাপেক্ষ। তাই সব দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া করা হবে বলে জানিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পওয়ার।

Advertisement

মুন্ডের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ জানিয়েছেন ওই গায়িকা। প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগও করেছেন তিনি। কিন্তু ধনঞ্জয় সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই মহিলার বোনের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক তাঁর। তা নিয়ে লাগাতার তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তাতে কাজ না হওয়ায় ধর্ষণের মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

ধনঞ্জয়ের দাবি, তিনি বিবাহিত জেনেই তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিযোগকারিণীর বোন। তাঁদের দুই সন্তানও রয়েছে। এমনকি সব জেনেও বিষয়টি মেনে নিয়েছেন তাঁর স্ত্রী ও পরিবারের লোকজন। তার পরেও তাঁর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনা হয়েছে। তাঁকে হেনস্থা করা হচ্ছে। তবে ধনঞ্জয়ের যুক্তি খারিজ করে দিয়েছে বিরোধী দল বিজেপি। অবিলম্বে তাঁকে ইস্তফা দিতে হবে বলে দাবি করেছে তারা। যদিও বিজেপির অন্য এক নেতা দাবি করেছেন, ওই মহিলা অতীতে তাঁকেও ব্ল্যাকমেল করেছিলেন।

Advertisement

আরও পড়ুন: দিল্লি যাচ্ছেন শতাব্দী, শাহি-সাক্ষাতের সম্ভাবনা, রাজধানী থেকেই সিদ্ধান্ত ঘোষণা​

এ বিষয়ে এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার জানান, অভিযুক্তের সঙ্গে কথা হয়েছে। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আলোচনার মাধ্যমে দলই ঠিক করবে। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘‘ওঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর। দল হিসেবে বিষয়টি নিয়ে বিশদে আলোচনা করতে হবে আমাদের। সহকর্মীদের মতামতও নেব। সকলের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করব আমরা।’’

বৃহস্পতিবার এ নিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার, জলসম্পদ মন্ত্রী জয়ন্ত পাটিল এবং প্রফুল্ল পটেলের মতো নেতাদের সঙ্গে একপ্রস্থ বৈঠক হয় শরদের। তবে জয়ন্তর দাবি, ‘‘কেউ অভিযোগ এনেছেন বলেই পদত্যাগ করতে হবে, এমন কোথাও লেখা নেই। পুলিশের তদন্তের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।’’ তিনি আরও জানান, এক মহিলা ব্ল্যাকমেল করছেন বলে অনেক আগেই ধনঞ্জয় অভিযোগ করেছিলেন। তার পরেও পুলিশ ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে নিজে থেকেই বম্বে হাইকোর্টে যান তিনি।

আরও পড়ুন: আপনি কী কিনছেন অনলাইনে, অজান্তে সেই তথ্য চলে যায় হোয়াটসঅ্যাপে​

তবে অভিযোগ প্রমাণিত হলে অপরাধের সঙ্গে কোনও আপস করবেন না বলেও জানান জয়ন্ত। তিনি বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দলের অন্দরে আলোচনা চলছে। প্রয়োজনে অবশ্যই কঠোর পদক্ষেপ করব আমরা। এমনকি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও উপযুক্ত ব্যবস্থা নিতে আর্জি জানাব।’’ শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত যদিও গোটা ঘটনাকে ধনঞ্জয়ের ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা বলে উল্লেখ করেন। তাঁর মতে ধনঞ্জয়কেই এই সমস্যার সমাধান করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement