maharashtra

Maharashtra: জাতীয় পতাকা লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে মহারাষ্ট্রে মৃত্যু বৃদ্ধের

মহারাষ্ট্রের পালঘরের জওহর এলাকায় বাড়ির ছাদে জাতীয় পতাকা লাগাতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১১:৩৭
Share:

জাতীয় পতাকা লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে গেলেন বৃদ্ধ। প্রতীকী ছবি।

বাড়ির ছাদে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল ৬৫ বছর বয়সি এক বৃদ্ধের। মহারাষ্ট্রের পালঘরের জওহর এলাকার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বাড়ির ছাদে জাতীয় পতাকা লাগাচ্ছিলেন লক্ষ্মণ শিন্ডে নামে এক ব্যক্তি। সে সময়ই ছাদ থেকে পড়ে যান ওই বৃদ্ধ। তাঁকে জওহর এলাকায় একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃদ্ধকে নাসিকের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

প্রসঙ্গত, ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালিত হচ্ছে। অনেক দেশবাসীই তাঁদের বাড়িতে জাতীয় পতাকা লাগিয়েছেন। ভারতীয় ডাক বিভাগ মারফত এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি হয়েছে বলে জানিয়েছে যোগাযোগ মন্ত্রক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement