Murder

বান্ধবীকে নিয়ে ঝামেলা, ছোটবেলার বন্ধুকে কুপিয়ে খুন করে যৌনাঙ্গ কেটে নিলেন যুবক

শামিমের হোটেলের ব্যবসা। তাঁর সঙ্গেই কাজ করতেন আসলাম। বচসার সূত্রপাত শামিমের একাধিক বান্ধবী থাকাকে কেন্দ্র করে। পুলিশের কাছে জেরায় আসলাম জানিয়েছেন, শামিমের পাঁচ বান্ধবী ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৬:০৬
Share:

শৈশবের বন্ধুকে কুপিয়ে খুন। প্রতীকী ছবি।

বান্ধবীকে নিয়ে ঝামেলার জেরে ছোটবেলার বন্ধুকে কুপিয়ে খুন করে তাঁর যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিবন্ডিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সলমন খান ওরফে শামিম। অভিযুক্ত যুবকের নাম আসলাম।

Advertisement

শামিমের হোটেলের ব্যবসা। তাঁর সঙ্গেই কাজ করতেন আসলাম। বচসার সূত্রপাত শামিমের একাধিক বান্ধবী থাকাকে কেন্দ্র করে। পুলিশের কাছে জেরায় আসলাম জানিয়েছেন, শামিমের পাঁচ বান্ধবী ছিল। তাঁদের মধ্যে এক জনের প্রেমে পড়েছিলেন আসলাম। বিষয়টি শামিমকে জানিয়েছিলেন আসলাম। শুধু তাই নয়, ওই তরুণীর সঙ্গে শামিমকে সম্পর্ক ছিন্ন করার জন্যও অনুরোধ করেন। কিন্তু আসলামের কথায় খুব একটা পাত্তা দেননি শামিম। এর পরই আসলাম হুমকি দিয়েছিলেন যে, যদি ওই তরুণীকে তাঁর হাতে তুলে না দেন, তা হলে শামিমের যৌনাঙ্গ কেটে ফেলবেন।

বিষয়টি তখনকার মত থিতিয়ে পড়েছিল। কিন্তু সোমবার হোটেলে দুই বন্ধু একসঙ্গে খাওয়াদাওয়া করার সময় ফের প্রসঙ্গটি ওঠে। এ বারও শামিম তাঁর বান্ধবীকে ছাড়তে রাজি হননি। অভিযোগ, তখনই রাগের বশে শামিমকে ছুরি দিয়ে প্রথমে চোখে আঘাত করেন। তার পর দেহের বিভিন্ন অংশে ন’বার কোপ মারেন। এখানেই থেমে থাকেননি আসলাম। যে ভাবে হুমকি দিয়েছিলেন, ঠিক সে ভাবেই শামিমের যৌনাঙ্গ কেটে ফেলেন। তার পর হোটেল ছেড়ে পালান। যদিও পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement