শিন্ডে এবং উদ্ধব। ফাইল চিত্র।
আস্থাভোটে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের জয়ের পরেই চ্যালেঞ্জ ছুড়লেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বিদ্রোহী শিন্ডে এবং তাঁর মদতদাতা বিজেপিকে নিশানা করে মহারাষ্ট্রের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী সোমবার বলেন, ‘‘হিম্মত থাকলে বিধানসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তী নির্বাচন করুন। জনতার আদালতে স্পষ্ট হয়ে যাবে কার দিকে কতটা সমর্থন রয়েছে।’’
শিবসেনার জেলা সভাপতি-সহ সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে সোমবার বৈঠক করেন উদ্ধব। সেখানে দলের জাতীয় ও রাজ্য কর্মসমিতির অধিকাংশ সদস্যই হাজির ছিলেন বলে তাঁর শিবিরের দাবি। উদ্ধব সেখানে বলেন, ‘‘শিবসেনাকে শেষ করার জন্য বিজেপি চক্রান্ত করছে। আমি তাদের বলছি, সাহস থাকলে রাজ্যে অন্তর্বর্তী নির্বাচন করুন। যদি আমরা ভুল করি জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে। আর আপনারা করলে জনতা আপনাদের বাড়ি পাঠাবে।’’
কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে মহারাষ্ট্রে অসাংবিধানিক পদ্ধতিতে তাঁর সরকার ভাঙা হয়েছে বলেও অভিযোগ করেন উদ্ধব। সোমবার ২৮৮ সদস্যের (বর্তমান বিধায়ক সংখ্যা ২৮৭) মহারাষ্ট্র বিধানসভায় ১৬৪টি ভোট পেয়ে আস্থাভোটে জয়ী হন মুখ্যমন্ত্রী শিন্ডে। রবিবার স্পিকার নির্বাচনে উদ্ধবের নেতৃত্বাধীন বিরোধী ‘মহাবিকাশ আঘাডী’ জোটের (শিবসেনার পাশাপাশি এনসিপি এবং কংগ্রেস যার শরিক) প্রার্থী রাজন সালভি ১০৭টি ভোট পেলেও ২৪ ঘণ্টার ব্যবধানে বিরোধী শক্তি এসেছে ৯৯-এ। আগামী দিনে এনসিপি এবং কংগ্রেসের কয়েক জন বিধায়কও শাসক শিবিরে যোগ দিতে পারেন বলে খবর।