National News

অজিত পওয়ার উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন মহারাষ্ট্রে, শপথ সোমবার

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দল শিবসেনার একটি সূত্র জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অজিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৫:১৮
Share:

এনসিপি নেতা অজিত পওয়ার। ছবি- পিটিআই।

অজিত পওয়ার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র সুপ্রিমো শরদ পওয়ারের ভাইপো অজিতকে উপ-মুখ্যমন্ত্রিত্বের টোপ দিয়েই তাঁর দলের বিধায়কদের একাংশের সমর্থন নিয়ে সরকার গড়ার পথে এগিয়েছিল বিজেপি। ফলে, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যে টোপ দিয়ে অজিতকে এনসিপি বিধায়কদের ভাঙিয়ে সরকার গড়ার চেষ্টা করেছিল বিজেপি, সেই টোপেই কি ভাইপোকে তাঁর শিবিরে ফেরালেন ‘মরাঠা স্ট্রংম্যান’?

Advertisement

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দল শিবসেনার একটি সূত্র জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অজিত।

মাসখানেক আগে মধ্যরাতের এক নাটকীয় ঘটনা’য় এই অজিতই রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছিলেন শিবসেনা আর জোট সরকারের শরিক দল কংগ্রেস এবং এনসিপি-কে।

Advertisement

বিজেপি দে‌বেন্দ্র ফডণবীসকে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করে মহারাষ্ট্রে সরকার গড়ার পথে এগিয়েছিল। তার জন্য এনসিপি বিধায়কদের একাংশের সমর্থন পেতে অজিতকে দেওয়া হয়েছিল উপ-মুখ্যমন্ত্রিত্বের টোপ। ৮০ ঘণ্টার মধ্যেই অবশ্য সেই নাটকের পরিসমাপ্তি ঘটে। অজিত ফিরে আসেন শরদের এনসিপি-তেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement