প্রকাশ্য রাস্তায় মহিলাকে মার বিজেপি নেতার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
প্রকাশ্য রাস্তায় মহিলা ও তাঁর মেয়েকে মারছেন বিজেপি নেতা। কিন্তু পুলিশে অভিযোগ করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগ তুলে মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা করলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। সেই ঘটনার ভিডিয়োও নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন তিনি।
কমল নাথের শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলাকে রাস্তার মধ্যে মারছেন এক ব্যক্তি। সেখানে উপস্থিতও রয়েছেন অনেকে। মহিলাকে মারার সময়ই তাঁর মেয়ে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। সে বলছে, ‘‘বন্ধ করো। ছেড়ে দাও আমার মাকে।’’
ভিডিয়োটি শেয়ার করে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘প্রতিবাদ করায়, বেতুল জেলার শোভাপুরের দলিত মহিলাকে মারছেন বিজেপি নেতা।’’ এই ঘটনার পর পুলিশে অভিযোগ জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ কমলের। টুইটে তিনি লিখেছেন, ‘‘পাঁচ দিন আগে এই ভিডিয়ো দেখিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। ক্ষমতাশালীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’’
এই পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে বিঁধেছেন কমল নাথ। টুইটে লিখেছেন, ‘‘শিবরাজজি, আমাদের বোনেদের সঙ্গে এ রকম ঘটছে। কিন্তু আপনার সরকার অপরাধীদের আড়াল করছে। দ্রুত ব্যবস্থা নিন। ওই মহিলা ও তাঁর মেয়ে যাতে সুবিচার পান, তার ব্যবস্থা করুন।’’
ঘটনা নিয়ে সিনিয়র পুলিশ অফিসার সিমালা প্রসাদ বলেছেন, ‘‘বাড়ির সামনে নোংরা ফেলা নিয়ে তাঁদের মধ্যে বিবাদ। মামলাও দায়ের করা হয়েছে। তাঁদের মধ্যে আগেও মারামারি হয়েছে। এটা নতুন কিছু নয়।’’
আরও পড়ুন: চিনা সংস্থার বরাত পাওয়া আটকাতে ‘বন্দে ভারত’ তৈরির টেন্ডার বাতিল রেলের
আরও পড়ুন: ভারত-পাক সীমান্তে বিএসএফের গুলিতে হত ৫ অনুপ্রবেশকারী