মুরগির বিরুদ্ধে অভিযোগ দায়ের হল মধ্যপ্রদেশে। প্রতীকী ছবি শাটারস্টকের সৌজন্যে।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ২৮০ কিলোমিটার উত্তরে শিবপুরী নামের ছোট্ট শহর। সেখানকার থানায় সম্প্রতি একটি এফআইআর দায়ের করেছেন এই শহরের এক মহিলা। নিজের মেয়েকে আক্রমণ করার অভিযোগে এফআইআর দায়ের করেছেন তিনি। তবে পুলিশকে চমকে দিয়ে ওই মহিলার অভিযোগের তির পাশের বাড়ির মুরগির দিকে!
পুনম কুশওয়াহা নামের ওই মহিলার অভিযোগ পাশের বাড়ির ওই মুরগির তাড়ায় বেশ কয়েকবার আহত হয়েছেন তাঁর মেয়ে। প্রতিবেশীদের বারবার বলেও সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
পুনম বলেছেন, ‘‘আমি মেয়ের গায়ে আর একটিও আঁচড় দেখতে চাই না। আমি আর সহ্য করব না।’’
আরও পড়ুন: দোকানদার ছাড়াই জিনিস বিক্রি হচ্ছে এই দোকান থেকে
অভিযোগ দায়ের হওয়ার পর মুরগির মালিক ওই দম্পতি ডেকে পাঠান পুলিশ অফিসাররা। ওই দম্পতি পুলিশকে জানিয়েছেন, তাদের কোনও ছেলে মেয়ে নেই। তাই ওই মুরগিকে নিজেদের সন্তানের মতো প্রতিপালন করেন তাঁরা।