Madhya Pradesh

চোখে লঙ্কার গুঁড়ো, মার অধ্যাপককে

কলেজের স্কলারশিপ দেওয়া নিয়ে প্রাক্তন ছাত্র অনু ঠাকুরের সঙ্গে ওই অধ্যাপকের মাসখানেক আগেই গোলমাল হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৪ ০৮:০৭
Share:

—প্রতীকী ছবি।

সরকারি কলেজের ভিতরে ঢুকে, চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লাঠিপেটা করা হল এক অধ্যাপককে। মধ্যপ্রদেশের জে এইচ পি জি কলেজে গত শুক্রবার বিকেলের ঘটনা। সংস্কৃত বিভাগের ওই অধ্যাপক নীরজ ঢাকাড়কে মেরে অচৈতন্য করে ফেলে হামলাকারীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, পাঁচ-সাত জন হামলাকারী আচমকাই সংস্কৃত বিভাগে ঢুকে পড়ে। ঢাকাড় তখন ছাত্রদের সঙ্গে আলোচনা করছিলেন। হামলাকারীরা অধ্যাপকের চোখে লঙ্কার গুড়ে ছিটিয়ে লাঠিপেটা করতে থাকে। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। অধ্যাপক অচৈতন্য হয়ে পড়লে তাঁর সহকর্মীরা হামলাকারীদের তাড়া করলে তারা পালিয়ে যায়। ঢাকাড়কে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কলেজের স্কলারশিপ দেওয়া নিয়ে প্রাক্তন ছাত্র অনু ঠাকুরের সঙ্গে ওই অধ্যাপকের মাসখানেক আগেই গোলমাল হয়েছিল। তার জেরেই এই ঘটনা বলে সন্দেহ। ঢাকাড়ের মাথায়, হাতে, পায়ে আঘাত লেগেছে। পুলিশ হত্যার চেষ্টার অভিযোগে মামলা করেছে। হামলাকারীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement