Madhya Pradesh

Madhya Pradesh: মধ্যপ্রদেশের পাঁচ পুরসভা বিজেপির দখলে, কংগ্রেস ও আপ একটি করে, গণনা চলছে বাকি চারটিতে

রাজ্যে প্রথম দফায় ১১ পুরনিগম, ৩৬ নগর পালিকা এবং ৮৬ নগর পরিষদে নির্বাচন হয়েছে। ভোটগ্রহণ হয়েছে গত ৬ জুলাই।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৯:৫১
Share:

ফাইল চিত্র।

মধ্যপ্রদেশের পুরভোটে গেরুয়া ঝড়। রাজ্যের ১১টি পুরনিগমের নির্বাচনে সাতটির ফলঘোষণা হয়ে গিয়েছে। পাঁচটিতে জয়লাভ করেছে শাসকদল বিজেপি। এখনও পর্যন্ত একটি মাত্র পুরসভা জিতেছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণ ভাবে আম আদমি পার্টি (আপ)-র ঝুলিতেও একটি পুরসভা গেল। এখনও গণনা চলছে বাকি পুরসভা— জবলপুর, গ্বালিয়র, ইনদওর, ভোপাল।

Advertisement

রাজ্যে প্রথম দফায় ১১ পুরনিগম, ৩৬ নগর পালিকা এবং ৮৬ নগর পরিষদে নির্বাচন হয়েছে। ভোটগ্রহণ হয়েছে গত ৬ জুলাই। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয় তার ভোটগণনা। সন্ধ্যা ৬টা নাগাদ পাওয়া খবর অনুযায়ী, বুরহানপুর, সতনা, উজ্জয়িনী, খান্ডোয়া, সাগর পুরসভায় জিতে গিয়েছে বিজেপি। গেরুয়া শিবির এগিয়ে রয়েছে ভোপাল ও ইনদওরে। কংগ্রেস জিতেছে ছিন্দওয়াড়া পুরসভায়। এই ছিন্দওয়াড়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ঘাঁটি বলেই পরিচিত। জবলপুর ও গ্বালিয়রেও এগিয়ে রয়েছে হাত শিবির। অন্য দিকে, প্রথম বার মধ্যপ্রদেশের পুরভোটে লড়ে সিংগ্রাউলি পুরসভা দখল করেছে আপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement