—প্রতিনিধিত্বমূলক ছবি।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২১টি পিস্তল-সহ মধ্যপ্রদেশের এক যুবককে রাজধানীতে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তাদের দাবি, ওই অস্ত্রগুলি বিক্রি করার জন্যই দিল্লিতে পা রেখেছিলেন অভিযুক্ত। তবে তাঁকে পাকড়াও করতে ফাঁদ পেতেছিলেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকেরা। শনিবার দুপুরে সে ফাঁদেই ধরা পড়েন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের বুরহানপুরের বাসিন্দা লাল সিংহ চাধরকে শনিবার দুপুর সওয়া ৩টে নাগাদ গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকেরা ৪ অগস্ট খবর পেয়েছিলেন, অস্ত্র বিক্রি করতে দিল্লিতে আসার কথা রয়েছে অভিযুক্তের। স্বাধীনতা দিবসের আগে দিল্লির রিং রোডে গান্ধী মিউজ়িয়ামের কাছে সেই অস্ত্রগুলি হাতবদল হওয়ার কথা ছিল। তবে তার আগেই লাল সিংহকে গ্রেফতার করা হয়। তাঁকে পাকড়াও করতে ফাঁদ পাতা হয়েছিল বলে শনিবার সংবাদমাধ্যমে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের সিপি এইচজিএস ঢালিওয়াল। অভিযুক্তের কাছ থেকে পয়েন্ট ৩২ ক্যালিবারের ২১টি বেআইনি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, রাজেশ পিয়াসি নামে মধ্যপ্রদেশের সাগর এলাকার বেআইনি অস্ত্র চক্রের এক সদস্যের সঙ্গে যোগাযোগ হয়েছিল অভিযুক্তের। অভিযোগ, তার পর থেকে দিল্লি এবং তার আশপাশের এলাকায় অস্ত্র বিক্রি করতে শুরু করেন তিনি। নিজের এলাকা থেকে অস্ত্র কেনার জন্য এক বন্ধুর কাছ থেকে ঋণ নিয়েছিলেন লাল সিংহ। এমনকি, অর্থ জোগাড় করতে স্ত্রীর গয়নাও বন্ধক রেখেছিলেন তিনি। পুলিশের দাবি, এক-একটি পিস্তল সাত হাজারে কিনে প্রায় ৩০,০০০ টাকায় বিক্রি করতেন লাল সিংহ।