Rape in MP

স্কুল থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ মধ্যপ্রদেশে, ধৃত যুবক

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অঞ্জনি কেবাত নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, কিশোরী যে গ্রামে থাকে, সেখানেই থাকেন অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১১:০৭
Share:

প্রতীকী ছবি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেওয়ার নামে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। শনিবার ঘটনাটি ঘটেছে রীবা জেলায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অঞ্জনি কেবাত নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, কিশোরী যে গ্রামে থাকে, সেখানেই থাকেন অভিযুক্ত। গ্রামটি উত্তরপ্রদেশের সীমানালাগোয়া। অন্য দিনের মতো শনিবারও হেঁটে বাড়ি ফিরছিল কিশোরী। পথে কেবাতের সঙ্গে দেখা হয় তার। কেবাতই তাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ।

পুলিশের কাছে কিশোরী জানিয়েছে, কেবাতের কথামতো তার গাড়িতে উঠে বসে সে। অভিযোগ, তার পরই কেবাত কিশোরীকে বাড়ির পথে না নিয়ে গিয়ে অন্য পথ পথ ধরেন। একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তার পর কিশোরীকে আবার গাড়িতে বসিয়েই গ্রামে ছেড়ে দিয়ে পালিয়ে যান কেবাত। কিশোরী সেখান থেকে বাড়ি ফিরে তার পরিবারকে সমস্ত ঘটনা জানায়। কন্যার মুখে এই ঘটনা শুনে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। হাসপাতাল থেকেই পুলিশকে খবর দেওয়া হয়।

Advertisement

কিশোরীর পরিবার পুলিশের কাছে ধর্ষণের কাছে অভিযোগ দায়ের করে। হাসপাতাল সূত্রে খবর, কিশোরীর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে। তবে তার অবস্থা স্থিতিশীল। কিশোরীর বর্ণনা মতো অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। রবিবার রীবা থেকেই কেবাতকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার বিবেক সিংহ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement