আস্থাভোটে জয়ী শিবরাজ সিংহ চৌহান। ছবি: পিটিআই।
নোভেল করোনাভাইরাস নিয়ে গোটা দেশে আতঙ্কের মধ্যেই মধ্যপ্রদেশে কুর্সিবদল হয়ে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সোমবার রাতেই চতুর্থ বারের জন্য শপথ নেন শিবরাজ সিংহ চৌহান। মঙ্গলবার সকালে বিধানসভায় আস্থাভোটেও জয়ী হলেন তিনি।
আস্থাভোটে জয়ী হওয়ার জন্য ১০৪ বিধায়কের সমর্থনের প্রয়োজন ছিল শিবরাজ সিংহ চৌহানের। এ দিন ভোটাভুটি শুরু হলে বিজেপির বিধায়ক ছাড়াও সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং নির্দল বিধায়করাও তাঁর সমর্থনে ভোট দেন।
তাতে সবমিলিয়ে ১১২ জন বিধায়কের সমর্থনে জয়ী হন শিবরাজ সিংহ চৌহান। তবে কংগ্রেসের কোনও বিধায়ক এ দিনের ভোটাভুটিতে অংশ নেননি। দলের বিধায়কদের বিদ্রোহের জেরে গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন যে কমলনাথ, তাঁকেও এ দিন বিধানসভায় দেখা যায়নি।
আরও পড়ুন: দেশে আক্রান্ত বেড়ে ৪৯২, বিশ্বে মৃত্যু ছাড়াল ১৬ হাজার: করোনা আপডেট এক নজরে
আরও পড়ুন: করোনা লকডাউন: শাহিন বাগের জমায়েত তুলে দিল পুলিশ
অন্য দিকে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দেখাদেখি যে ২২ জন বিধায়ক কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাঁদের মধ্যে কেউ এখনও পর্যন্ত বিজেপিতে যোগদান করেননি।