প্রতীকী ছবি।
শিশু ধর্ষকদের বিরুদ্ধে ফাঁসির মতো নজিরবিহীন পদক্ষেপ করার কয়েক ঘণ্টাও কাটেনি। সেই অভিযোগেই ফের শিরোনামে মধ্যপ্রদেশ। ইনদওরে এক আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
সোমবারই রাজ্যের আইনসভার পাশ হয়েছে এক ঐতিহাসিক বিল। ১২ বছর বা তার কমবয়সী শিশুর ধর্ষণকারীকে ফাঁসির সাজার প্রস্তাব করা হয়েছে ওই বিলে। বিজেপি সরকারের মন্ত্রীরা তো বটেই, তাতে সম্মতি দিয়েছে বিরোধী কংগ্রেসও। সর্বসম্মতিতে সেই বিল পাশের পর তা পাঠিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির আনুষ্ঠানিক সম্মতি মিললেই তা আইনে পরিণত হবে। কিন্তু, সেই বিল পাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইনদওরের ঘটনায় শিউরে উঠেছেন সকলে।
পুলিশ জানিয়েছে, চান্দের গ্রামের ওই ঘটনার সময় নাবালিকার বাড়িতে তার মা-বাবা ছিলেন না। এলাকার বাচ্চাদের সঙ্গে টিভি দেখছিল মেয়েটি। প্রতিবেশী এক যুবক সন্দীপ ছগললাল সে সময় ওই মেয়েটির বাড়িতে আসে। অন্য বাচ্চাদের ঘর থেকে বার করে দেয় সে।
আরও পড়ুন: ফের মন্দির জিগির, ঘরপোড়া আমরা, ভোট এলেই ডরাই
অভিযোগ, এর পর ওই মেয়েটিকে সে ধর্ষণ করে। ঘটনার কথা জানাজানি হতেই সন্দীপের বাড়িতে চড়াও হন এলাকার বাসিন্দারা। অভিযুক্তকে তাঁরাই পুলিশের হাতে তুলে দেন।