আনুষ্ঠানিক অভিবাদন জানানো হল ভারতে তৈরি বন্দুকের গুলি ছুড়ে। ছবি— পিটিআই।
ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকাকে আনুষ্ঠানিক অভিবাদন (গান স্যালুট) জানানো হল ভারতে তৈরি বন্দুকের গুলি ছুড়ে। এত দিন ব্রিটেনে তৈরি বন্দুক ছুড়ে আনুষ্ঠানিক অভিবাদন দেওয়াই ছিল দস্তুর। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ভাঙল সেই রেওয়াজ।
লালকেল্লায় উড্ডীয়মান তেরঙ্গা পতাকার সামনে প্রথম বার ভারতে তৈরি বন্দুক গর্জে উঠল। সেই কথা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেও। তিনি বললেন, ‘‘যে আওয়াজ আমরা সব সময় শুনতে চাইতাম, ৭৫ বছর পর তা শুনতে পেলাম। ৭৫ বছর পর লালকেল্লায় আমাদের তেরঙ্গা পতাকা আনুষ্ঠানিক অভিবাদন পেল ভারতের তৈরি বন্দুকের মধ্যে দিয়ে।’’ মোদী আশাপ্রকাশ করেন, এই বন্দুকের গর্জন শুনে ভারতীয়রা অনুপ্রাণিত বোধ করবেন।
দেশে তৈরি হাউইৎজার বন্দুক, যেটি জাতীয় পতাকার আনুষ্ঠানিক অভিবাদন পর্বে ব্যবহার করা হল, তা তৈরি করেছে কেন্দ্রীয় সরকারের ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও)।
নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী সশস্ত্র বাহিনীর জওয়ানদেরও আত্মনির্ভর ভারতের স্লোগানকে বাস্তবে পরিণত করার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘‘যে ভাবে আমার আত্মনির্ভর ভারতের স্বপ্ন সশস্ত্র বাহিনীর আধিকারিক ও জওয়ানরা বাস্তবায়িত করছেন, তার জন্য আমি অন্তর থেকে অভিনন্দন জানাতে চাই সৈনিকদের।’’
প্রতিরক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, ৩০০টি প্রতিরক্ষা সরঞ্জাম আর বিদেশ থেকে আমদানি করা হবে না। মোদী সেই সিদ্ধান্তকেও সাধুবাদ জানান। বলেন, ‘‘আমি দেখতে পাচ্ছি, ওদের প্রত্যয়ের মধ্যে আত্মনির্ভর ভারতের বীজ বপন করা হল, যা আগামী দিনে মহীরুহে পরিণত হবে।’’