Women I-League

আই লিগের শেষ ম্যাচে গোকুলামকে ৩ গোল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেডের, ফুটবলে রাজনীতি নিয়ে সরব ক্রীড়ামন্ত্রী

আগেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। শেষ ম্যাচে গোকুলাম কেরলকে ৩-০ গোলে হারালেন সৌম্যা গুগুলথেরা। দলের সঙ্গে ট্রফি গ্রহণ করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২১:৩৬
Share:
picture of east bengal

(বাঁ দিক থেকে) ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, ইস্টবেঙ্গল মহিলা দলের অধিনায়ক এবং সুব্রত পাল। ছবি: সংগৃহীত।

মহিলাদের আই লিগ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। শুক্রবার ক্লাবের মাঠে গোকুলাম কেরলকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতা শেষ করলেন লাল-হলুদের মহিলা ফুটবলারেরা। খেলার পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইস্টবেঙ্গল ফুটবলারদের সঙ্গে আই লিগ ট্রফি গ্রহণ করেন।

Advertisement

কোচ অ্যানহনি অ্যান্দ্রুজ়কে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলারেরা কথা দিয়েছিলেন, জয় দিয়েই আই লিগ শেষ করবেন তাঁরা। কথা রেখেছেন আশালতা, সৌম্যা, পান্থইরা। শেষ ম্যাচে ইস্টবেঙ্গল প্রাধান্য রেখে গোকুলাম এফসি-কে ৩-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। ঘানার এলসাদ্দাই ২টি ও সৌম্যা গুগুলথ ১টি গোল করেন। খেলা শেষ হওয়া পর ফুটবলারদের সঙ্গে ক্রীড়ামন্ত্রীও আই লিগ ট্রফি গ্রহণ করেন। ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষে ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত পাল।

মহিলা দলের শেষ ম্যাচ দেখতে শুক্রবার প্রায় ভরে গিয়েছিল ইস্টবেঙ্গল মাঠের গ্যালারি। দর্শকদের মধ্যে ছিল স্কুলের প্রচুর ছাত্রছাত্রীও। ঠাকুরপুকুরের সেভ দ্য চিলড্রেন্স হোমের মেয়েদের হাতে ফুটবল তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ। ছিল ঢাকের আয়োজনও। সব মিলিয়ে ইস্টবেঙ্গল মাঠে ছিল উৎসবের আবহ।

Advertisement

আই লিগ চ্যাম্পিয়ন মহিলা দলকে এ দিনই সংবর্ধিত করল ইস্টবেঙ্গল ক্লাব। বিজয়ী দলের ফুটবলারদের হাতে ১২ লাখ টাকার চেক এবং প্রত্যেকের হাতে হাতঘড়ি তুলে দেন ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া। ছিলেন প্রাক্তন সভাপতি ডাঃ প্রণব দাসগুপ্ত, সহ সভাপতি কল্যাণ মজুমদার, সাধারণ সচিব রূপক সাহা, দেবব্রত সরকার, রজত গুহ। মহিলা দলের জন্য নতুন বাসের ব্যবস্থা করা হবে বলে এ দিন ঘোষণা করেন ক্লাব সভাপতি।

অনুষ্ঠানের পর ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘ফুটবলে বাংলা যে ভারত সেরা, তা আবার প্রমাণ হল। বাংলা এ বার সন্তোষ ট্রফি জিতেছে। মোহনবাগান আইএসএল লিগ শিল্ড এবং কাপ জিতেছে। ডায়মন্ড হারবার এফসি আই লিগ টু চ্যাম্পিয়ন হয়েছে। ইস্টবেঙ্গলের মহিলা দলও আই লিগ জিতল। তবে দুর্ভাগ্যের হলেও ফুটবলের কোনও কোনও ক্ষেত্রে গৈরিকীকরণ দেখা যাচ্ছে। আইএলএস কাপের ফাইনালে রাজ্যে ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। আজও সরকারি ভাবে ফেডারেশন আমাকে আমন্ত্রণ জানায়নি। খেলার মাঠে রাজনীতি ঠিক নয়।’’ অন্য দিকে, ইস্টবেঙ্গলের অন্যতম কর্তা দেবব্রত বলেন, ‘‘এ বার মহিলা দল আই লিগ চ্যাম্পিয়ন হল। আগামী বছর পুরুষ দলও চ্যাম্পিয়ন হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement