প্রতীকী চিত্র
অসুস্থ বাবাকে লিভার দান করার জন্য এক মাসে ৮ কেজি ওজন ঝরালেন লখনউয়ের এক তরুণ। ওজন কমাতে কঠিন ডায়েট ও শরীরচর্চা করতে হয়েছে তাঁকে। লখনউয়ের এক সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সম্প্রতি এই অঙ্গ প্রতিস্থাপন হয়েছে। সফল প্রতিস্থাপনের পরে বাবা ও ছেলে দু’জনেই ভাল রয়েছেন বলে খবর।
হাসপাতালের চিফ এগজিকিউটিভ অফিসার ময়ঙ্ক সোমানি বলেছেন, ‘‘প্রায় দু’মাস আগে লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৫ বছর বয়সি এক ব্যক্তি। তাঁর লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা করে দেখা যায় তাঁর ছেলে লিভারের অংশ দিতে পারবেন। কিন্তু ২৩ বছর বয়সি ওই তরুণের ওজন ৮০ কেজির বেশি ছিল। তাঁর লিভারে অতিরিক্ত ফ্যাট জমে ছিল।’’
ময়ঙ্ক আরও বলেন, ‘‘ওই অবস্থায় অঙ্গ প্রতিস্থাপন করতে গেলে দাতা ও গ্রহীতা দু’জনেরই জীবনের ঝুঁকি হতে পারত। তাই আমরা তরুণকে বলি এক মাসের মধ্যে ওজন কমাতে। তিনি কঠিন ডায়েট ও শরীরচর্চা করে এক মাসের মধ্যে ৮ কেজি ওজন কমিয়েছেন। তার পরেই সফল ভাবে লিভার প্রতিস্থাপন হয়েছে।’’
আশিস মিশ্র নামের এক চিকিৎসক এই অস্ত্রোপচার করেন। তিনি বলেন, ‘‘এই হাসপাতালে দ্বিতীয় বার লিভার প্রতিস্থাপন করা হল। ফেব্রুয়ারি মাসে প্রথমটি হয়েছিল। এই প্রতিস্থাপনের জন্য খরচ হয়েছে প্রায় ১৭ লক্ষ টাকা।’’