—ফাইল চিত্র।
রান্নার গ্যাসে আর মিলবে না ভর্তুকি। আগামী মার্চের মধ্যে। আর এখন থেকে প্রতি মাসেই চার টাকা করে বাড়বে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম প্রতি মাসে বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রের এই নির্দেশের পরেই টুইট করে তার প্রতিবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘সাধারণ মানুষের কথা ভেবে আমি উদ্বিগ্ন। আগেও গ্যাসের ভর্তুকি তোলা হয়েছে। আবারও একই কাজ করা হল। বিজেপি শুধু টাকার কথা ভাবে। সাধারণ মানুষের কথা ভাবে না।’
সোমবার পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, এ ভাবে দাম বাড়িয়ে আগামী মার্চের মধ্যেই রান্নার গ্যাসে যাবতীয় ভর্তুকি তুলে দেওয়া হবে। এর আগে হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল-এর মতো একাধিক তেল কোম্পানির সঙ্গে কথা বলে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম প্রতি মাসে ২ টাকা করে বাড়ানোর নির্দেশ দিয়েছিল তেলমন্ত্রক। এ বার সেই সিলিন্ডারেরই দাম বাড়বে ৪ টাকা।
আরও পড়ুন: ফের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল এসবিআই
এই মুহূর্তে বছরে ১৪.২ কেজি ওজনের ১২টি সিলিন্ডারে ভর্তুকি পান গ্রাহকরা। এর বেশি সিলিন্ডারের প্রয়োজন পড়লে তা কিনতে হয় বাজারের দামেই। গত ১ জুলাই সিলিন্ডার পিছু দাম বাড়িয়েছিল কেন্দ্র। মার্চেও এক লাফে গ্যাসের দাম বেড়েছিল ৮৬ টাকা। ফেব্রুয়ারিতে বেড়েছিল ৬৬ টাকা। গত বছরের সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে ২৭১ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম।
বর্তমানে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম দিল্লিতে ৪৭৭ টাকা ৪৬ পয়সা। ভর্তুকিহীন গ্যাসের দাম ৫৬৪ টাকা। তবে শুধু ১৪.২ কেজির সিলিন্ডারই নয়, কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, পাঁচ কেজির সিলিন্ডারের দামও বাড়বে সেই অনুপাতে। এই মুহূর্তে দিল্লিতে সিলিন্ডার প্রতি ৮৬ টাকা ৫৪ পয়সা ভর্তুকি দেওয়া হয় রান্নার গ্যাসে। ১৮ কোটি ১১ লক্ষ পরিবার ভর্তুকির সিলিন্ডার পান।
আরও পড়ুন: আয়কর রিটার্নের সময়সীমা বাড়ল ৫ অগস্ট পর্যন্ত