এক মাসের মধ্যেই এ নিয়ে দ্বিতীয় বার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল। ফাইল ছবি।
এলপিজি গ্রাহকদের একাংশকে স্বস্তি দিয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল। সোমবার থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। যদিও রান্নার গ্যাসের দাম এখনও একই রয়েছে। ফলে কলকাতা-সহ দেশের সবর্ত্রই সাধারণ মানুষের ভোগান্তির সুরাহা হয়নি।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের পরিবর্তিত মূল্য ১৭১.৫০ টাকা করে কমিয়েছে। সোমবার অর্থাৎ মে দিবস থেকে তা কার্যকর হবে। এতে হোটেল, রেস্তরাঁ-সহ বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাসের গ্রাহকেরা কিছুটা স্বস্তি পাবেন।
এক মাসের মধ্যেই এ নিয়ে দ্বিতীয় বার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল। ১ এপ্রিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫০ টাকা কমিয়েছিল তেল সংস্থাগুলি। সোমবার থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২১৩২ টাকা থেকে কমে হয়েছে ১৯৬০.৫০ টাকা।
যদিও গৃহস্থের ঘরে ১৪.২ কেজির যে সিলিন্ডার ব্যবহার করা হয়, তার দাম আগের মতোই হাজার টাকার বেশি রয়েছে। ফলে এই শহরের বাসিন্দাদের আগের মতোই রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য ১১২৯ টাকা খরচ করতে হবে।