বিশেষ সিবিআই বিচারক বি এইচ লোয়ার মৃত্যুর তদন্তের দাবি সংক্রান্ত কোনও জনস্বার্থ মামলা যেন আর হাইকোর্টগুলি না নেয়, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। —পিটিআই থেকে নেওয়া ফাইল চিত্র।
লোয়া মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্ট। বিশেষ সিবিআই আদালতের বিচারক বি এইচ লোয়ার মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে দাবি করে দু’টি মামলা দায়ের হয়েছিল বম্বে হাইকোর্টে। ওই মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছিল। সোমবার সর্বোচ্চ আদালত ওই দুই মামলা নিজের হাতে নিয়ে নিল। এ সংক্রান্ত আরও যে দু’টি জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টের হাতে ছিল, সেগুলির শুনানিও একইসঙ্গে চলবে।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চেই শুনানি চলবে লোয়া ‘মৃত্যুরহস্য’ সংক্রান্ত আবেদনের। কোনও হাইকোর্টকে এ সংক্রান্ত আবেদন গ্রহণ করতেও সুপ্রিম কোর্ট বারণ করে দিয়েছে।
লোয়া মামলা সংক্রান্ত নথিপত্র এ দিন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে মহারাষ্ট্র সরকার। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের পর্যবেক্ষণ— যে অভিযোগ তুলে এই মামলা দায়ের হয়েছে, সে অভিযোগ অত্যন্ত গুরুতর। সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘‘অত্যন্ত গুরুত্ব দিয়ে সমস্ত নথি খতিয়ে দেখতে হবে আমাদের।’’ এই মামলার সঙ্গে জড়িত সব পক্ষকেই মামলা সংক্রান্ত যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
লোয়ার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ চলছে দেশের নানা প্রান্তেই। ছবি: পিটিআই।
২০১৪ সালের ১ ডিসেম্বর মৃত্যু হয় বিশেষ সিবিআই আদালতের বিচারক বি এইচ লোয়ার। সে সময় সোহরাবুদ্দিন শেখ ‘ভুয়ো এনকাউন্টার’ মামলার বিচার করছিলেন তিনি। লোয়ার মৃত্যুর পর যে বিচারক মামলার ভার পান, তিনি মামলা থেকে অব্যহতি দেন অন্যতম অভিযুক্ত বিজেপি সভাপতি অমিত শাহকে।
আরও পড়ুন: ভোটে জিততে জনমোহিনী হবে না বাজেট: মোদী
আরও পড়ুন: মানবতার মুখ কিন্তু হিংস্র, দেখালেন আশিস
বিচারক লোয়ার মৃত্যু স্বাভাবিক নয় বলে অভিযোগ ওঠে নানা শিবির থেকে। বম্বে ল-ইয়ার’স অ্যাসোসিয়েশন (বিএলএ) হাইকোর্টের দ্বারস্থ হয়ে এই মৃত্যুর তদন্তের দাবি জানায়। সুপ্রিম কোর্ট সেই মামলাই এ বার নিজের হাতে নিয়ে নিল। পরবর্তী শুনানি ২ ফেব্রুয়ারি, জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।