National News

ভালবাসা দিয়ে কাশ্মীরকে জয় করতে হবে, মোদীর ‘মন কি বাত’

‘একতা’ ও ‘মমতা’ (ভালবাসা)— এই দু’টি মন্ত্র দিয়েই কাশ্মীরকে জয় করতে হবে। আর এ বিষয়ে যে সব দলই সম্মতি দিয়েছে রবিবার ‘মন কি বাত’-এ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ১৫:০৮
Share:

মন কি বাত-এ মোদী।

‘একতা’ ও ‘মমতা’ (ভালবাসা)— এই দু’টি মন্ত্র দিয়েই কাশ্মীরকে জয় করতে হবে। আর এ বিষয়ে যে সব দলই সম্মতি দিয়েছে রবিবার ‘মন কি বাত’-এ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর অশান্ত করে তুলতে যারা ইন্ধন জোগাচ্ছে তাদের উদ্দেশেও কড়া বার্তা দেন তিনি। মোদী বলেন, “যারা এই কাজ করছে এক দিন তাদের কাশ্মীরের তরুণ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।”

Advertisement

কাশ্মীরের পরিস্থিতি এখনও ঠিক হয়নি। ৫১ দিন হয়ে গেল এখনও সংঘর্ষ চলেছে সেখানে। প্রতি দিন কেউ না কেউ আহত হচ্ছেন— নিরাপত্তাবাহিনীর জওয়ান হোক, কাশ্মীরের মানুষ। তাই মোদীর বার্তা, “কাশ্মীরে কোনও প্রাণহানি হলে সেটা সারা দেশের ক্ষতি।”

রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বৈঠক করেন মোদীর সঙ্গে। অন্য দিকে, ঘরোয়া আলোচনার মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী নেতাদের কাছে পৌঁছে কাশ্মীর-পরিস্থিতি শান্ত করতে চাইছে সরকার।

Advertisement

এ দিকে কাশ্মীর নিয়ে ভারতকে চাপে রাখতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান। ২২ জনের একটি প্রতিনিধি দলও তৈরি করেছে তারা যাতে কাশ্মীর নিয়ে ভারতের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে খাটো করা যায়। বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরের কথায়, ‘‘২২ জনকে দিয়ে ২২ বার বা ২২ হাজার বার বলালেই মিথ্যে সত্যি হয়ে যায় না।’’

আরও খবর...

কাশ্মীর-পরিস্থিতি শান্ত করতে গোপনে কথা চায় কেন্দ্র, নারাজ হুরিয়ত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement