বর্তমানকে নিশানা প্রাক্তন প্রধানমন্ত্রীর

ইনদওরে সাংবাদিক সম্মেলনে মনমোহন বলেন, ‘‘সে দিন এতটা কড়া শব্দ ব্যবহার করা উচিত হয়নি। তার পুনরাবৃত্তি আর করতে চাই না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০৩:০৭
Share:

নিজেরই ত্রুটি স্বীকার করে আজ নরেন্দ্র মোদীর মুখের ভাষার কড়া সমালোচনা করলেন মনমোহন সিংহ। প্রাক্তন প্রধানমন্ত্রী বললেন, তিনি সাড়ে চার বছর আগে মোদী সম্পর্কে কড়া শব্দ ব্যবহার করে ফেলেছিলেন। আর সেই সূত্রেই অভিযোগ করলেন, প্রধানমন্ত্রীর মতো আচরণ করছেন না মোদী। যে ভাবে তিনি বিরোধীদের ‘গালমন্দ’ করেন, তা প্রধানমন্ত্রীর শোভা পায় না। বিরোধী শাসিত রাজ্যে গিয়ে, সে রাজ্যের সরকারের নিন্দামন্দ করাটা প্রধানমন্ত্রীর সাজে না।

Advertisement

প্রধানমন্ত্রী হিসেবে ২০১৪-য় তাঁর শেষ সাংবাদিক সম্মেলনে মনমোহন বলেছিলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে তা ‘দেশের জন্য বিপর্যয়’ হবে। আজ ইনদওরে সাংবাদিক সম্মেলনে মনমোহন বলেন, ‘‘সে দিন এতটা কড়া শব্দ ব্যবহার করা উচিত হয়নি। তার পুনরাবৃত্তি আর করতে চাই না।’’

আগে মনমোহনের নীরবতা নিয়ে নিয়মিত কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হয়েও ইউপিএ-সরকারের দুর্নীতির আঁচ মনমোহনের গায়ে না-লাগা নিয়ে কটাক্ষ করে মোদী বলেছিলেন, ‘‘রেনকোট পরে স্নান করা ওঁর থেকে শিখতে হয়।’’

Advertisement

পাল্টা জবাব মনমোহন দেননি। আজ মোদী জমানার শেষ পর্বে মনমোহন বুঝিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর পদের গরিমা রাখতেই তিনি মৌনী অবলম্বন করতেন । এক বার হলেও, সেই গরিমা ভেঙে মোদীর নিন্দা করতে গিয়ে ভুল করেছিলেন। সেই ভুল স্বীকার করেই মোদীকে নিশানা করে মনমোহন বলেন, ‘‘উনি যে ভাবে প্রকাশ্যে গালমন্দ করছেন, প্রধানমন্ত্রী হিসেবে সেটা অনুচিত।’’ যা দেখে কংগ্রেস নেতারা বলছেন, এই হলেন ‘ভিন্টেজ মনমোহন’। উনি প্রশংসা করলেন না নিন্দা, তা বুঝতেই বিজেপি নেতাদের রাত কাবার হয়ে যাবে।

তা হলে কি প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে দেশের জন্য বিপর্যয় মানছেন না মনমোহন? সুকৌশলে মনমোহন উত্তর দিয়েছেন, ‘‘২০১৯-এ মানুষ এ বিষয়ে রায় জানানোর সুযোগ পাবেন।’’ সেখানেই থামেননি তিনি। একের পর এক প্রশ্ন তুলে নরেন্দ্র মোদীর সাড়ে বছরের রাজত্বের সমালোচনা করেছেন। বলেছেন, পরিকল্পিত ভাবে সংসদ, সিবিআইয়ের মতো প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার চেষ্টা হচ্ছে। গণতন্ত্র, আইনের শাসন আক্রান্ত। নোট বাতিলকে ‘কালো টাকা সাদা করার প্রকল্প’ আখ্যা দিয়েছেন। তাড়াহুড়ো করে জিএসটি চালুর সমালোচনা করেছেন। ‘মেক ইন ইন্ডিয়া’কে ‘ফাঁপা বুলি’ বলেছেন। মোদীর প্রকল্পগুলিকে ‘কংগ্রেস সরকারের প্রকল্প লেপে-পুঁছে’ চালু করা বলে কটাক্ষ করেছেন। সব কিছু বলেও শেষে বলেছেন, ‘‘মোদীজিকে আমি কোনও চ্যালেঞ্জ ছুড়তে চাই না। ২০১৯-এর ভোটে মানুষই ওই কাজটা করবেন।’’

মনমোহন-সরকারের বিরুদ্ধে মোদীর সব থেকে বড় হাতিয়ার ছিল দুর্নীতি। আজ মোদীর দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন মনমোহন। রাফাল-অভিযোগের তদন্তে কেন জেপিসি গড়া হচ্ছে না— সে প্রশ্ন তুলে মনমোহনের কটাক্ষ, ‘‘কারণ, ডাল মে কুছ কালা হ্যায়!’’ কেন্দ্রে ক্ষমতাচ্যুত হওয়ার পরে এখন মাত্র দু’টি রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। তা নিয়ে মনমোহন বলেন, ‘‘২০১৪-য় বিরোধীরা দক্ষতার সঙ্গে মানুষকে ভুল পথে চালিত করেছিল। আমরা বিশ্বাসযোগ্যতার সঙ্গে আমাদের কথা বলতে পারিনি। এখন মানুষ বুঝতে পারছে, সবটাই ছিল ফাঁপা প্রতিশ্রুতি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement