National News

‘হুয়া তো হুয়া’, শিখ দাঙ্গা নিয়ে পিত্রোদার মন্তব্যের কড়া জবাব অমিত শাহের

তাঁর মন্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বুঝে শুক্রবার স্যাম টুইট করে একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি জানান, গত ৮ মে তিনি স্বর্ণমন্দিরে গিয়েছিলেন আর্শীর্বাদ নিতে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মে ২০১৯ ১৩:০০
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

আজ থেকে ৩৫ বছর আগেকার শিখ দাঙ্গা নিয়ে স্যাম পিত্রোদার ‘অসাবধানী’ মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বললেন, ‘‘এই মন্তব্য ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শের পরিপন্থী।’’ ১৯৮৪-র ‘শিখ দাঙ্গা বাধানোর নির্দেশটা তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর অফিস থেকে এসেছিল’, বিজেপির তরফে এই অভিযোগের জবাবে প্রয়াত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু স্যাম বলেছিলেন, ‘‘এটা বিজেপির আরও একটা মিথ্যা। গত ৫ বছরে বিজেপি কাজটা কী করল, সেটা বলুক। ’৮৪-র ঘটনা তুলে কী লাভ? হয়েছে তো হয়েছে।’’

Advertisement

তাঁর মন্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বুঝে শুক্রবার স্যাম টুইট করে একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি জানান, গত ৮ মে তিনি স্বর্ণমন্দিরে গিয়েছিলেন আর্শীর্বাদ নিতে।

এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার ওই মন্তব্যের প্রেক্ষিতে এ দিন অমিত তাঁর টুইটে লেখেন, ‘‘ওই মন্তব্যের ফলে গোটা শিখ সম্প্রদায়ের মানুষ উদ্বিগ্ন। ’৮৪-র দাঙ্গায় কংগ্রেস নেতাদের হাতে যে শিখদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবাররা এখনও ভুগছেন। আর সেই সব কিছুকেই উনি (স্যাম) মাত্র তিনটি কথায় ‘হুয়া তো হুয়া’ (হয়েছে তো কী হয়েছে?) বলে উড়িয়ে দিয়েছেন। নস্যাৎ করে দিয়েছেন। এটা কেন্দ্রীয় সরকারের ধর্মনিরপেক্ষ মতাদর্শের উপর আঘাত। ভারত কখনওই ওই পাপের জন্য খুনি কংগ্রেসকে ক্ষমা করবে না।’’

Advertisement

আরও পড়ুন- সুপ্রিম কোর্টেও স্বস্তি মোদী-অমিত শাহর, কংগ্রেসের দায়ের করা বিধিভঙ্গের মামলা খারিজ​

আরও পড়ুন- অযোধ্যা মামলা: মধ্যস্থতাকারীদের ১৫ অগস্ট পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট​

বিজেপি সভাপতির ওই টুইটের পর এ দিন ফের টুইট করেন স্যাম। তাতে লেখেন, ‘‘আমি লক্ষ্য করেছি, আমার সাক্ষাৎকার থেকে শুধু ওই তিনটি শব্দ নিয়ে তাকে বিকৃত করে বিজেপি আমাদের মধ্যে বিভেদ বাধানোর সৃষ্টি করছে। একই সঙ্গে তাদের ব্যর্থতাকেও ঢাকার চেষ্টা করছে। এটা দেখে দুঃখ লাগছে, ওদের সদর্থক কিছু বলার নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement