দুর্নীতি নিয়ে বিতর্কে রাহুলের চ্যালেঞ্জ

হুবহু ‘চ্যালেঞ্জ’ শব্দটাই কংগ্রেস সভাপতি লিখেছেন টুইটারে। তার আগে বলেছেন, ‘‘আপনি পালাতে পারেন মিস্টার মোদী। কিন্তু লুকোতে পারবেন না।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ০৪:০৬
Share:

—ফাইল চিত্র।

দুর্নীতির বিষয়ে নরেন্দ্র মোদীকে সরাসরি বিতর্কে চ্যালেঞ্জ করলেন রাহুল গাঁধী।

Advertisement

হুবহু ‘চ্যালেঞ্জ’ শব্দটাই কংগ্রেস সভাপতি লিখেছেন টুইটারে। তার আগে বলেছেন, ‘‘আপনি পালাতে পারেন মিস্টার মোদী। কিন্তু লুকোতে পারবেন না।’’

এই টুইটের সঙ্গে রাহুল দিয়েছেন এবিপি নিউজকে দেওয়া মোদীর সাম্প্রতিক সাক্ষাৎকারের একটি ক্লিপিং। যেখানে সাংবাদিক প্রশ্ন করছেন, ‘‘রাফাল চুক্তিতে অনিল অম্বানীকে ফায়দা পাইয়ে দেওয়ার যে অভিযোগ আপনার বিরুদ্ধে তোলা হচ্ছে, তা কি মিথ্যা?’’ শোনা মাত্রই আঙুল তুলে ওই মহিলা সাংবাদিককে মোদী পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, ‘‘আপনি সুপ্রিম কোর্টকেও বিশ্বাস করবেন না?’’ সাংবাদিক বলছেন, ‘‘অবশ্যই করব।’’ প্রধানমন্ত্রী তখন বলছেন, ‘‘এবিপি নিউজ যদি সুপ্রিম কোর্টের উপরে আস্থা না-রাখে, তা হলে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? আপনি সিএজি-কে ভরসা করেন না? ফ্রান্সের প্রেসিডেন্ট, ফ্রান্সের সরকারের কথাও মানবেন না? ভারত সরকার সংসদে এত কথা বলল, তা-ও মানবেন না?’’ এর পরেই ওই সাংবাদিককে মোদী বলছেন, ‘‘আপনারা অত্যন্ত পক্ষপাতদুষ্ট।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ক্লিপিং সেখানেই শেষ। সঙ্গের টুইটে মোদীর উদ্দেশে রাহুল লিখেছেন, ‘‘আপনার কর্ম আপনাকে তাড়া করে ধরে ফেলল বলে। দেশ সেটা আপনার কণ্ঠস্বরেই বুঝতে পারছে। সত্য খুব শক্তিশালী। আমি দুর্নীতি নিয়ে বিতর্কে চ্যালেঞ্জ করছি আপনাকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement