ভাইরাল মিম।
‘চৌকিদার’কে ঠেকাতে ভোট-ময়দানে ‘বেরোজগার’।
শুরুটা করেছিলেন হার্দিক পটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের নামের আগে চৌকিদার জুড়ে দেশবাসীকে ‘আমিও চৌকিদার’ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার পাল্টা হিসেবে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া গুজরাতের পাতিদার নেতা হার্দিক নিজের নামের আগে যোগ করেছিলেন ‘বেরোজগার’। মোদী পুরোদমে ভোটের প্রচারে শুরু করার পরে একাধিক সভায় টেনেছেন চৌকিদার প্রসঙ্গ। শনিবার তারই পাল্টা হিসেবে টুইটারে #ম্যায়ভিবেরোজগার হ্যাশট্যাগে বিরোধীরা অস্ত্র করল কর্মসংস্থানের প্রসঙ্গকে।
এ দিন উত্তর-পূর্বে মোদীর ভোট প্রচারের শুরু থেকেই বিজেপি সমর্থকেরা অস্ত্র করেন #নমোফরঅসম, #নর্থইস্টফরমোদী হ্যাশট্যাগকে। পাল্টা হিসেবে শুরু হয় #ম্যায়ভিবেরোজগার। বেকারত্ব নিয়ে তথ্য দিয়ে মোদীর বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতির বিরুদ্ধে প্রচার করেন বিরোধীরা। কার্টুনে-মিমে চলে তরজা। শাসক-শিবিরও পাল্টা দাবি করে, মোদী সরকারের নানা প্রকল্প দরিদ্রদের স্বনির্ভর করেছে। পক্ষান্তরে, রাহুল গাঁধীর ন্যায় প্রকল্প তাঁদের নির্ভরশীল করে তুলবে। কর্মসংস্থান নিয়ে এই তরজায় প্রায় দিনভরই ট্রেন্ডিং ছিল #ম্যায়ভিবেরোজগার।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
সন্ধের দিকে বিরোধীদের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে সরব হল শাসক শিবির। অস্ত্র করে #ডাইনেস্টিমুক্তভারত-কে। বিরোধীদের অস্ত্র ছিল #রাহুলফরইয়ংইন্ডিয়া।