ছবি- এএফপি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেওয়া ‘সার্টিফিকেট’ নিয়ে ঘোর সন্দেহ প্রকাশ করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগের দিন ইমরান বলেছিলেন, মোদী সরকার ফের ক্ষমতায় আসলে কাশ্মীর সমস্যা মেটার রাস্তা খুলবে। যা কংগ্রেস এলে ততটা হবে না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনে করেন, ইমরানের এই মন্তব্যের পিছনে কংগ্রেস নেতৃত্বেরই একটি অংশের হাত রয়েছে।
এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নির্মলা বলেছেন, ‘‘আমি জানি না, কেন এই মন্তব্য করা হল। মাঝেমধ্যেই এই সব বলা হয়। আমি জানি, কংগ্রেসের অনেক বড় বড় নেতা পাকিস্তানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হঠানোর জন্য। সেখানে গিয়ে ওঁরা পাক নেতাদের সমর্থন চেয়েছিলেন মোদী সরকারকে হঠানোর জন্য। বলেছিলেন, মোদীকে হঠানোর জন্য মদত (সাহায্য) কর। এখন মনে হচ্ছে, এই সবই কংগ্রেস নেতৃত্বের একটি অংশের খেল। তবে এটা আমার দল বা সরকারের বক্তব্য নয়। শুধুই আমার ব্যক্তিগত মতামত।’’
দিনকয়েক আগে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি দাবি করেন, ‘’১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে ভারত ফের আক্রমণ করতে পারে পাকিস্তানকে।’’
এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নির্মলা বলেন, ‘‘আমার জানা নেই উনি (পাক বিদেশমন্ত্রী) কোথা থেকে এই সব তারিখ-টারিখ জানতে পারলেন! ওঁর ভাল হোক। ঈশ্বর জানেন, উনি এই সব খবর কোন সূত্র থেকে পেয়েছেন! আমি তো এই সব শুনে খুব অবাক হয়ে গিয়েছি।’’
আরও পড়ুন- মোদীই ফিরুন ক্ষমতায়, চাইছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
আরও পড়ুন- নির্মলার ‘সৌজন্যে’ আপ্লুত শশী তারুর
রাফালের ফাঁস হওয়া নথিপত্র নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা সরকারের অবস্থানকে দুর্বল করে দিল কি না, জানতে চাওয়া হলে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘‘আমার মনে হয় না, এর ফলে আমাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। আমাদের বক্তব্যে আমরা অটলই রয়েছি। পরের দিন অ্যাটর্নি জেনারেলও সরকারের বক্তব্য আদালতে জানিয়েছেন। মন্ত্রকের নথিপত্র সম্পর্কে জানার কিছু নিয়ম রয়েছে। কিন্তু এটা সেই নিয়ম ভেঙেছে। এটা একেবারেই অবৈধ। অনৈতিকও। কী ভাবে ওই সব নথিপত্র ফাঁস হল, মন্ত্রক তা খতিয়ে দেখছে।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যেরও সমালোচনা করেন নির্মলা সীতারমণ। বলেন, ‘‘সুপ্রিম কোর্ট কি কখনও বলেছে, মোদীজি বিপুল টাকা তুলে দিয়েছেন অনিল অম্বানীর হাতে? কবে বলেছে? সুপ্রিম কোর্ট কি এক বারও বলেছে, প্রধানমন্ত্রী মোদী চৌকিদার নন, চোর? নিজেদের কথা এই ভাবে সুপ্রিম কোর্টের মুখে বসিয়ে দেওয়া হচ্ছে না কি?’’