National News

দ্বিগ্বিজয় সিংহের সভার মঞ্চে মোদীর প্রশংসা, 'বীরত্ব'-এর জন্য যুবককে সংবর্ধনা বিজেপির

ভোপাল লোকসভা আসনে কংগ্রেসের দিগ্বিজয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১৮:৪৫
Share:

ছবি: টুইটারের সৌজন্যে।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহের সভায় সটান মঞ্চে উঠে সরাসরি অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেওয়ার 'বীরত্ব' দেখে এক যুবককে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাল বিজেপি। গত কাল ভোপালে কংগ্রেসের জনসভায় ওই যুবকের 'বীরত্ব'-এর ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

ভোপাল লোকসভা আসনে কংগ্রেসের দিগ্বিজয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর।

গত কাল ভোপালের জনসভায় ভাষণ দিচ্ছিলেন দিগ্বিজয় সিংহ। কড়া সমালোচনা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বলছিলেন, "প্রধানমন্ত্রী তো বলেছিলেন, সব কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করে আনব। আর প্রত্যেক ভোটারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা করে দেবেন। কালো টাকা ফিরিয়ে আনতে পেরেছেন উনি? আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ১৫ লক্ষ টাকা করে? কেউ টাকা পেয়ে থাকলে হাত তুলুন।"

Advertisement

দেখুন সেই ঘটনার ভিডিয়ো

সঙ্গে সঙ্গে হাত তুলে দেন অমিত মালি নামে ভোপালের এক যুবক। তা দেখে মঞ্চে উঠে আসতে বলা হয় ওই যুবককে।

আরও পড়ুন- গদি হারানোর ভয় পেয়েছেন মমতা, ইলামবাজারে বললেন মোদী​

আরও পড়ুন- মমতা দিদি এখনও মিষ্টি পাঠান, কুর্তা বেছে দেন, অক্ষয়ের মুখোমুখি ‘ব্যক্তি’ নরেন্দ্র মোদী​

মঞ্চে ওঠার পর কংগ্রেস নেতার তাঁকে প্রশ্ন করেন, "টাকা পেয়েছেন আপনি?" অমিত জবাব দেন, "মোদীজি জঙ্গিদের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন। বহু জঙ্গি মেরেছিলেন।" তা শুনে একে অন্যের মুখ চাওয়াচায়ি শুরু করে দেন মঞ্চে থাকা কংগ্রেস নেতারা। সঙ্গে সঙ্গে ওই যুবককে হাত ধরে টেনে মঞ্চ থেকে নামিয়ে দেন তাঁরা। পরে অবশ্য সংবাদ সংস্থাকে অমিত বলেন, "আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেননি।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement