নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করছেন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা। ছবি: এএফপি
লোকসভা ভোটের সঙ্গেই আরও চারটি রাজ্যে বিধানসভার ভোটগ্রহণের দিনক্ষণও ঘোষণা করল নির্বাচন কমিশন। অর্থাৎ এই রাজ্যগুলিতে লোকসভা ভোটের সঙ্গেই ভোট হবে। এই রাজ্যগুলি হল, অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং ওড়িশা। তবে কমিশন জানিয়ে দিল, লোকসভার সঙ্গে জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোট হচ্ছে না।
ওড়িশা বিধানসভার ১৪৭টি আসনে ভোট হবে চারটি দফায়। ১১ এপ্রিল, ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল ভোটগ্রহণ। অন্ধ্রপ্রদেশের ১৭৫টি বিধানসভা আসনের ভোটগ্রহণ হবে একটি দফায়। প্রথম দফায় ১১ এপ্রিলেই ভোটগ্রহণ হবে।
এর সঙ্গে সিকিমে একটি দফাতেই ৩২টি আসনের ভোটগ্রহণ। প্রথম দফায় ১১ এপ্রিল লোকসভা ভোটের প্রথম দিনই সবকটি বিধানসভা আসনেও ভোট নেওয়া হবে। এক দফায় ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে অরুণাচল প্রদেশে। এই রাজ্যে ৬০টি বিধানসভার আসন।
আরও পড়ুন: ১১ এপ্রিল থেকে সাত দফায় ভোট দেশ জুড়ে, ফল ঘোষণা ২৩ মে
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ৭ দফায় নির্বাচন, দেখে নিন কবে-কোথায় ভোট
এছাড়া সারা দেশের মোট ১২টি রাজ্যের ৩৪টি বিধানসভা আসনের উপনির্বাচনও একই সঙ্গে হবে। সংশ্লিষ্ট লোকসভা আসনগুলির সঙ্গে একই দিনে ভোটগ্রহণ হবে এই আসনগুলিতে।