Lockheed Martin

ভারতের জন্য অত্যাধুনিক এফ-২১ যুদ্ধবিমান বানাতে প্রস্তুত লকহিড-মার্টিন, দেখুন ভিডিয়ো

মার্কিন বায়ুসেনার জন্য গত পঁচিশ বছর ধরে একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার সহ আরও নানা যুদ্ধাস্ত্র। আজকের দুনিয়ায় যুদ্ধশাস্ত্রে আমেরিকার শ্রেষ্ঠত্বের পিছনের লকহিডের ভূমিকা প্রশ্নাতীত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

বেঙ্গালুরু শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৫
Share:

ভারতীয় বায়ুসেনার কথা ভেবেই তৈরি এই এফ ২১ যুদ্ধবিমান। ছবি সৌজন্য: লকহিড মার্টিন।

ভারতীয় বায়ুসেনার জন্য এই মুহূর্তে পৃথিবীর অন্যতম বিধ্বংসী যুদ্ধবিমান এফ-২১ বানাতে প্রস্তুত যুদ্ধপ্রযুক্তিতে পৃথিবীর অন্যতম সেরা মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। শুধু তাই নয়, প্রতিটি যুদ্ধবিমানই ভারতের মাটিতে বানানো হবে বলে দাবি করেছে এই সংস্থা। ভারতীয় কোম্পানি টাটা অ্যাডভান্সড সিস্টেমের সঙ্গে যৌথ উদ্যোগেই এই যুদ্ধবিমান বানানো হবে, নিজেদের কোম্পানি ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে লকহিড মার্টিনস।

Advertisement

১১৪টি যুদ্ধবিমান কেনা হবে, ভারতীয় বায়ুসেনার তরফে এই বার্তা দেওয়ার পরেই এই ইচ্ছে প্রকাশ করেছে লকহিড মার্টিন। বেঙ্গালুরুতে এই মুহূর্তে ‘এরো ইন্ডিয়া’ শো চলছে। সেখানেই ভারতের জন্য এই বিমান বানানোর ঘোষণা করল লকহিড মার্টিন। যুদ্ধবিমান তৈরিতে পৃথিবীর অন্যতম সেরা সংস্থা লকহিডের দাবি, এক মাত্র তারাই পুরোপুরি ভারতে যুদ্ধবিমান বানানোর প্রস্তাব দিচ্ছে, এই মুহূর্তে অন্য কোনও সংস্থা তা দেবার জায়গায় নেই। লকহিড ছাড়াও পৃথিবীর আরও ছ’টি যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা ভারতের জন্য যুদ্ধবিমান বানাতে প্রস্তুত বলে জানা গিয়েছে।

এর আগে ভারতীয় বায়ুসেনার জন্য এফ-১৬ যুদ্ধবিমান বানানোর প্রস্তাবও দিয়েছিল লকহিড মার্টিন। কিন্তু তাঁদের দাবি, এই এফ-২১ ভারতের জন্যই বিশেষ ভাবে বানানো। এই প্রকল্প বাস্তবায়িত হলে যুদ্ধবিমান বানানোর পাশাপাশি যন্ত্রাংশ তৈরির প্রযুক্তিতেও অনেক এগিয়ে যাবে ভারত, যা সফল করবে মেক-ইন-ইন্ডিয়া, নিজেদের ওয়েবসাইটে এমনটাই বলেছে তারা।

Advertisement

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: আকাশযুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে ভারতীয় বায়ুসেনার ‘উইংম্যান’ ড্রোন

মার্কিন বায়ুসেনার জন্য গত পঁচিশ বছর ধরে একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার সহ আরও নানা যুদ্ধাস্ত্র। আজকের দুনিয়ায় যুদ্ধশাস্ত্রে আমেরিকার শ্রেষ্ঠত্বের পিছনের লকহিডের ভূমিকা প্রশ্নাতীত।

আরও পড়ুন: দোষী সাব্যস্ত অনিল অম্বানী, ৪৫০ কোটি না মেটালে জেল, বলল সুপ্রিম কোর্ট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement