Bihar

মৃত ছেলে কোলে হাঁটলেন মা

শিশুটির বাবা গিরেজ কুমার জানান, দু’দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিল শিশুটি। ছেলের মৃত্যুর জন্য জহানাবাদ হাসপাতালের চিকিৎসকদের অবহেলাকেই দায়ী করেছেন শিশুটির পরিবার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০৩:০৩
Share:

ছেলেকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে মা। ছবি: সংগৃহীত।

লকডাউনের জেরে মিলল না অ্যাম্বুল্যান্স। কোনও মতে টেম্পো ভাড়া করে অসুস্থ সন্তানকে নিয়ে শুক্রবার জহানাবাদের সদর হাসপাতালে পৌঁছেছিলেন বিহারের শাহপার গ্রামের এক দম্পতি। সেখান থেকে তিন বছরের শিশুটিকে রেফার করা হয় পটনা মেডিক্যাল কলেজে। তবে ব্যবস্থা করা যায়নি অ্যাম্বুল্যান্সের। চিকিৎসার অভাবে পথেই মৃত্যু হল শিশুটির। মৃত সন্তানের দেহ কোলে ৪৮ কিলোমিটার হাঁটলেন ওই দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই দম্পতির একটি ভিডিয়ো, যেখানে মৃত সন্তানকে কোলে নিয়ে শিশুটির বাবাকে বলতে শোনা গিয়েছে, ‘‘আর অ্যাম্বুল্যান্সের দরকার নেই আমাদের।’’

Advertisement

শিশুটির বাবা গিরেজ কুমার জানান, দু’দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিল শিশুটি। ছেলের মৃত্যুর জন্য জহানাবাদ হাসপাতালের চিকিৎসকদের অবহেলাকেই দায়ী করেছেন শিশুটির পরিবার। ঘটনায় সদর হাসপতালের ম্যানেজারকে সাসপেন্ড করেছে জেলা প্রশাসন। শো-কজ় করা হয়েছে কয়েক জন চিকিৎসককেও। জেলা ম্যাজিস্ট্রেট নবীন কুমার জানান, যে কোনও পরিস্থিতিতেই রোগীকে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে হবে। তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement