COVID-19

Mumbai High Court: টিকা নিলে তবেই লোকাল ট্রেনে ওঠা যাবে, মহারাষ্ট্র সরকারের নির্দেশকে বেআইনি বলল আদালত

দু’টি টিকা না নেওয়া যাত্রীরা লোকাল ট্রেন ব্যবহার করতে পারবেন না, সরকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মুম্বই হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানি চলাকালীন আদালত এই মন্তব্য করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৭
Share:

ফাইল ছবি

সম্পূর্ণ টিকাকরণ হলেই লোকাল ট্রেনে ওঠা যাবে, কোভিড স্ফীতিতে এই নির্দেশ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। এই নির্দেশকে ‘বেআইনি’ বলল মুম্বই হাই কোর্ট। এর ফলে জনসাধারণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে আদালত মন্তব্য করেছে।

Advertisement

এক মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এমএস কার্নিকের ডিডিশন বেঞ্চ বলে, সরকারের এই নির্দেশ বিপর্যয় মোকাবিলা আইনের পরিপন্থি। সরকারের তৎকালীন মুখ্যসচিব সীতারাম কুন্তে এই নির্দেশ জারি করেন।

হাই কোর্ট বলে,‘‘প্রাক্তন মুখ্যসচিবের দেওয়া নির্দেশটি আইনের সঙ্গে মেলে না। এই বেআইনি আদেশের কারণে নাগরিকদের মৌলিক অধিকার চূড়ান্ত ভাবে প্রভাবিত হয়েছে।’’

Advertisement

দু’টি টিকা না নেওয়া যাত্রীরা লোকাল ট্রেন ব্যবহার করতে পারবেন না, সরকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মুম্বই হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানি চলাকালীন আদালত এই মন্তব্য করেছে।

এই মামলার আবেদনকারীদের এক আইনজীবী নীলেশ ওঝা প্রশ্ন তুলে বলেন, সরকারের এই নির্দেশের ফলে সরকার টিকাপ্রাপ্ত এবং টিকাবিহীন লোকেদের মধ্য বৈষম্য তৈরি করছে। যেখানে কেন্দ্র বা মহারাষ্ট্র সরকার টিকা নেওয়াকে বাধ্যতামূলক করেনি সেখানে সরকার কী করে এই নির্দেশ জারি করল।

আদালত বলে, ‘‘আমরা আশা করি সরকারের কার্যনির্বাহী কমিটি ২৫ ফেব্রুয়ারির মধ্যে একটি সিদ্ধান্ত নেবে।’’ এই মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement