কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের শেষকৃত্যে হাজির বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আরজেডি নেতা তেজস্বী যাদব। শনিবার পটনায়। ছবি: পিটিআই
পিতা রামবিলাস পাসোয়ানের প্রতি নীতীশ কুমারের অসৌজন্যের জন্যই বিহারে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছেন বলে বিজেপি সভাপতি জে পি নড্ডাকে চিঠি লিখে জানালেন লোকজন শক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান। গত ২৪ সেপ্টেম্বর নড্ডাকে ওই চিঠি লেখা হলেও, তাৎপর্যপূর্ণ ভাবে রামবিলাসের মৃত্যুর পর তা প্রকাশ্যে এনেছেন এলজেপি নেতৃত্ব।
চিঠিতে চিরাগ অভিযোগ করেছেন, তাঁর পিতাকে রাজ্যসভার আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এনডিএ নেতৃত্ব। কিন্তু রাজ্যসভার নির্বাচনের সময়ে নীতীশ সেই প্রতিশ্রুতি রাখার প্রশ্নে গড়িমসি শুরু করেন। শেষে বিজেপির হস্তক্ষেপে নিমরাজি হন নীতীশ। চিরাগের এও অভিযোগ, মনোনয়নের পরে রামবিলাস যখন সমর্থন চাইতে নীতীশের বাড়ি গিয়েছিলেন, সৌজন্য দেখাননি মুখ্যমন্ত্রী। এমনকি মনোনয়ন জমা দেওয়ার সময়ে অন্য এনডিএ নেতারা উপস্থিত থাকলেও, নীতীশ অনুপস্থিতি ছিলেন বলে চিঠিতে অভিযোগ করেছেন চিরাগ। অসুস্থ রামবিলাসের সুস্থতা কামনায় যখন দেশের বিভিন্ন দলের নেতা তাঁকে ফোন করেছিলেন, নীতীশ তখন রামবিলাস আদৌ অসুস্থ কি না, সে প্রশ্ন তোলেন। পরশু মারা যান রামবিলাস। তার পরেই প্রকাশ্যে আনা হয় ওই চিঠি। জেডিইউ শিবিরের বক্তব্য, নীতীশের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ এনে পিতার নামে সহানুভূতির ভোট টানতে চাইছেন চিরাগ। সে কারণেই এই চিঠি প্রকাশ করা হয়েছে।
গোড়া থেকেই নীতিগত কারণে নীতীশের সঙ্গে মিলে নির্বাচন লড়বেন না বলে সরব ছিলেন চিরাগ। সে কারণে একাধিক জেডিইউ প্রার্থীর বিরুদ্ধে এলজেপি প্রার্থী দিয়েছে। নড্ডাকে চিঠিতে চিরাগ জানিয়েছেন, নীতীশের বিরুদ্ধে জনমানসে প্রবল ক্ষোভ রয়েছে। বিহারের অনেক বিজেপি নেতাই অপছন্দ করেন নীতীশকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্রমশ উজ্জ্বল হলেও, চিরাগের দাবি নীতীশের ভাবমূর্তি ক্রমশ নিম্নমুখী। নীতীশের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এমন পর্যায়ে গিয়েছে যে জেডিইউয়ের কারণে ক্ষমতা হারাতে পারে এনডিএ জোট। শাসক শিবিরের প্রতি বিহারবাসীর ওই ক্ষোভ দেখেই এলজেপি একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নড্ডাকে জানিয়েছেন চিরাগ।
আরও পড়ুন: রামদাস একাই শরিক মন্ত্রী, বাকি বিজেপির!
আরও পড়ুন: মহার্ঘ বিমানের জন্য ফের কটাক্ষ রাহুলের
যদিও জেডিইউ শিবিরের একাংশ এখনও মনে করছেন, চিরাগের একলা চলার প্রশ্নে পিছন থেকে মদত দিচ্ছে বিজেপি। বিজেপি আশা করছে চিরাগ নীতিগত ভাবে নীতীশের বিরুদ্ধে সরব হওয়ায় শাসক শিবির বিরোধী ভোটের অনেকটাই টানতে সক্ষম হবে। বিরোধী ভোট এলজেপি ও কংগ্রেস-আরজেডি মহাজোটের মধ্যে ভাগ হলে জেতার সম্ভাবনা বাড়বে এনডিএ প্রার্থীর। অন্য দিকে, চিরাগ যদি যথেষ্ট আসন পান, প্রয়োজনে নীতীশকে বাদ দিয়ে ওই রাজ্যে সরকার গড়ার বিকল্প পথ খোলা রাখতে থাকবে বিজেপির সামনে। এই আবহে কাল পটনা যাচ্ছেন নড্ডা। দলের নেতাদের সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে তাঁর।