লোকসভা নির্বাচনের অধিবেশন। ছবি: পিটিআই।
মঙ্গলবার শপথ নিলেন তৃণমূলের ২৬ জন জয়ী প্রার্থী। শপথ নেননি তৃণমূলের তিন সাংসদ। সেই তালিকায় রয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের হাজি নুরুল ইসলাম, ঘাটালের দীপক অধিকারী (দেব) এবং আসানসোল লোকসভার শত্রুঘ্ন সিনহা।
শপথ নিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।
বোলপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী অসিতকুমার মাল শপথ নিলেন।
বধর্মান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ সাংসদ হিসাবে শপথ নিলেন।
বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার শপথ নিলেন।
শপথ নিলেন বিষ্ণুুপুর লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী শপথ নিলেন।
পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী জ্যোর্তিময় মাহাতো শপথ নিলেন সাংসদ হিসাবে।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়া শপথ নিলেন।
মঙ্গলবার শপথ নিলেন ঝাড়গ্রামের জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন।
তমলুক লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শপথ নিলেন।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
আরামবাগ লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী মিতালি বাগ শপথ নিলেন।
হুগলি লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন। শপথবাক্য পাঠের পর মন্ত্রপাঠ করেন তিনি।
শপথ নিলেন উলুবেড়িয়ার জয়ী তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ।
শপথ নিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী মালা রায় এবং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন।
যাদবপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শপথ নিলেন।
তৃতীয় বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি তৃতীয় বার সাংসদ হিসাবে শপথ নিলেন।
অভিষেকের শপথগ্রহণ। ছবি: সংগৃহীত।